বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রামে শহীদ দিবসকে ঘিরে ঠান্ডা যুদ্ধ চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। তৃণমূল অন্যান্য বছরের মত এই বছরও নন্দীগ্রামে পালন করে শহীদ দিবস। তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শ্রদ্ধা জানান শহীদ বেদীতে। মাল্যদান পর্বের পর বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ কটাক্ষ করেন বিজেপি ও শুভেন্দু অধিকারীকে।
তৃণমূলের শহীদ দিবস পালনের পর একই জায়গায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভামঞ্চ থেকে শুভেন্দু নিশানা করেন অনুব্রত মণ্ডল থেকে তৃণমূলের আবাস দুর্নীতিকে। এর ফলে নন্দীগ্রামের শহীদ দিবস উপলক্ষে পঞ্চায়েত ভোটের আগেই শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। একই সঙ্গে রাজনৈতিক মহল মনে করছে, দিলীপ ঘোষ শহীদ দিবসকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ও তারই দলের শুভেন্দু অধিকারীকে।
বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার সকালে এই প্রসঙ্গে বলেন, “নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের কথা ভুলে সবাই নিজেদের কথা নিয়ে ব্যস্ত। সারা বাংলায় আগেও তো অনেক শহীদ হয়েছে। এখনও হচ্ছে। পাড়ায় পাড়ায় শহীদ দিবস হওয়া উচিত। দড়ি টানাটানি চলছে সেটা নিয়ে। তবে কিছু কিছু দিন রাজনীতির ইস্যু হয়ে যায়। বাংলার রাজনীতিতে এটা কোনও নতুন বিষয় নয়। আগেও হয়েছে, এখনও হচ্ছে।”
অন্যদিকে, আজ কুণাল ঘোষ বলেছেন, “সিপিএম বিজেপিকে সাপোর্ট করে। নন্দীগ্রামে একটা সময় যে সিপিএম মানুষকে মেরেছিল এখন তারাই বিজেপিকে সমর্থন করছে।” এই বিষয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেছেন, “কারোর সাপোর্টের দরকার হয়না বিজেপির। বিজেপি এগোয়ে সামাজিক সাপোর্টে। তৃণমূল নিজেদের মধ্যে গুলি চালাচ্ছে। এটা তৃণমূলের কালচার। বিজেপি তো সারা দেশে রয়েছে। সবাই চেনে বিজেপিকে।”