বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের পুরনো পরিচয় ছেড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! সাম্প্রতিককালে একটি ছবি এবং একটি বিশেষ ভিডিওকে কেন্দ্র করে এই গুজব ছড়ানোর চেষ্টা করছিলেন অনেকেই। পর্তুগিজ মহাতারকা ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় সেই জল্পনা আরও বেশ কিছুটা বেড়ে গিয়েছিল।
একটি বিশেষ ছবি দেখা গিয়েছিল যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন মুসলিম ধর্মাবলম্বী মহিলার কাছে সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রচার করা হচ্ছিল সেখানে নাকি তিনি বলেছেন যে তিনি ইসলাম ধর্মকেই সবচেয়ে বেশি পছন্দ করেন। সেই সঙ্গে রোনাল্ডো ‘ইনশাআল্লাহ’ শব্দটি উচ্চারণ করছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/reel/CPGnRmoBCh6/?igshid=OTRmMjhlYjM=
কিন্তু ব্যাপারটির একটু গভীরে আসল তথ্যটি সকলের সামনে অর্থাৎ প্রকাশ্যে চলে আসে। রোনাল্ডোর সঙ্গে যে মুসলিম মহিলার সাক্ষাৎকারের ছবি শেয়ার করা হচ্ছিল তিনি আসলে দুবাই এক্সপোর চিফ এক্সপিরিয়েন্স অফিসার মার্জার ফেরাইদুনি। ২০২২ সালে দুবাই এক্সপো চলাকালীন তিনি রোনাল্ডোর একটি ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু পর্তুগিজ মহাতারকা কোথাও সেখানে বলেননি যে তিনি ইসলাম ধর্ম পছন্দ করেন বা তিনি ধর্মান্তরিত হতে চলেছেন।
আর সেইসঙ্গে রোনাল্ডোর মুখে ইনশাআল্লাহ শব্দ শুনতে পাওয়া ভিডিওটিকে আসলে একটি বড় ভিডিও থেকে ছেঁটে নেওয়া হয়েছিল। আসল ভিডিওতে রোনাল্ডো নিজের প্রিয় বন্ধু রাশিয়ার মার্শাল আর্ট তারকা খাবিব নুরমাগোমেদভকে তার একটি ম্যাচের আগে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং সেটি একেবারেই সাম্প্রতিক নয়। আল নাসেরে যোগ দেওয়ার বহু আগে রোনাল্ডো এমনটা করেছিলেন।
কাজেই যারা এই জল্পনা শুরু করেছিলেন তাদের আপাতত উত্তেজনা কিছুটা স্তিমিত করতে হবে। রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর এখনো মাঠে নামেননি। ১৪ অথবা ২১শে জানুয়ারি তিনি হয়তো নতুন ক্লাবের হয়ে প্রথমবার মাঠে নামবেন। দুই বছরের চুক্তিতে সৌদি আরবের এই ক্লাবে যোগ দিয়েছেন সিআরসেভেন। এই সময়ে তিনি প্রতি বছরে প্রায় ১৭৭৬ কোটি টাকা কামাবেন।