বাংলাহান্ট ডেস্ক: একদিকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং, অন্যদিকে তুখোড় অভিনয়ের জন্য সম্মান। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেবের (Dev) ছবি ‘প্রজাপতি’ (Projapoti) দর্শকদের পাশাপাশি মন জিতছে ছবি সমালোচকদেরও। এবার ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হলেন ‘মহাগুরু’ মিঠুন। অনস্ক্রিন বাবার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ছেলে দেব।
সুপারহিট ‘টনিক’ ছবির পরিচালক অভিজিৎ সেনের সঙ্গেই আবার জুটি বেঁধে ‘প্রজাপতি’ এনেছেন প্রযোজক দেব। ছবিতে প্রযোজনার পাশাপাশি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। প্রজাপতি মুক্তির পরে ব্যাপক বিতর্ক হলেও ব্যবসার অঙ্ক সবকিছু ভুলিয়ে দিয়েছে। আর এবারে সেরা অভিনেতার পুরস্কারও উঠল মিঠুনের হাতে।
ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবির জন্য আবির চট্টোপাধ্যায়, ‘রাবণ’ এর জন্য জিৎ এবং ‘কিশমিশ’ এর জন্য স্বয়ং দেব। কিন্তু তরুণ তুর্কিরা পাত্তা পায়নি মহাগুরুর কাছে।
প্রজাপতি আরো পুরস্কার পেয়েছে। সেরা ছবি পপুলার বিভাগে পুরস্কৃত হয়েছে এই ছবি। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন দেব। এছাড়াও প্রজাপতির জন্য সেরা কমিক অভিনেতার পুরস্কার পেয়েছেন খরাজ মুখোপাধ্যায়। এদিন মিঠুনের অনুপস্থিতিতে তাঁর পুরস্কারটি হাতে নিয়ে সাংসদ অভিনেতা বলেন, অন্যান্য বিভাগে পুরস্কৃতদের নিয়ে সংশয় যদি থাকেও এই বিভাগের জন্য কোনো রকম সংশয় নেই।
১ লা জানুয়ারি প্রজাপতি হাউজফুল গিয়েছে গোটা দেশের বিভিন্ন রাজ্যের অধিকাংশ প্রেক্ষাগৃহে। একদিনেই ব্যবসা ছাপিয়ে গিয়েছে ১ কোটি টাকার বেশি। ছবি দ্বিতীয় সপ্তাহে পড়তে আরো বেড়েছে লাভের অঙ্ক। মুক্তির পর প্রথম সপ্তাহে প্রজাপতি তুলেছিল ২.১৭ কোটি টাকা। আর দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে দাঁড়িয়েছে ২.৮৫ কোটি টাকা। দু সপ্তাহে মোট আয় ৫ কোটিরও বেশি।
প্রথম সপ্তাহে ১৮৯ টি শো নিয়ে মুক্তি পেয়েছিল প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহে এক লাফে শো বেড়েছে আরো ১০০ টি। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত ‘হত্যাপুরী’ এবং ‘হামি ২’কেও ব্যবসার দিক দিয়ে ছাপিয়ে গিয়েছে প্রজাপতি।