কলকাতায় আজ থেকে শুরু জি-২০ সম্মেলনের বৈঠক! আগামী তিন দিন GPFI নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

বাংলা হান্ট ডেস্ক : আজ, সোমবার থেকে কলকাতায় বসছে জি-২০ (G-20) গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলনের অন্যতম বৈঠক হতে চলেছে আজই। এক বছরব্যাপী এই সম্মেলনে এই প্রথম পৌরোহিত্য করছে ভারত। এ বার জি-২০র ১৮তম সম্মেলন। উন্নয়ন এবং আর্থিক-সহ নানা বিষয় নিয়ে গত ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন শহরে সম্মেলনের বিভিন্ন পর্ব শুরু হয়েছে। এ বার কলকাতেও বসছে সেই আসর। সকলকে আর্থিক ব্যবস্থার আওতায় আনার কর্মসূচি ও পরিকল্পনা স্থির করতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই বৈঠকে অংশ নেবেন দেশ-বিদেশের একাধিক বিশেষজ্ঞরা।

এ বারের জি-২০ সম্মেলনের মূল বিষয় ‘বসুধৈব কুটুম্বকম্’। সরকারি সূত্রে এই বিষয়ে বলা হয়েছে, ‘এক বি‌শ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’। সকলের জন্য সমান উন্নয়নই যার লক্ষ্য। অতিমারির আক্রমণের পরে বিশ্বের আর্থিক পরিস্থিতি ধাক্কা খায়। এই পরিস্থিতি সকলের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও আর্থিক উন্নয়ন অত্যন্ত জরুরি।

g20 3

বিভিন্ন সূত্রে খবর, তিন দিনের বৈঠকের প্রথম দিনে সকলের কছে আর্থিক ব্যবস্থা পৌঁছনোর জন্য ডিজিটাল পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ মহল। আধার, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের মতো ডিজিটাল ব্যবস্থায় যুক্ত সংস্থাগুলির বিশেষজ্ঞদেরও আলোচনা পর্বে অংশ নেওয়ার কথা।

পরের দু’দিনের মূল কর্মসূচিতে, ভবিষ্যতের রূপরেখা তৈরির বিষয়ে আলোচনা করা হবে। প্রথামাফিক জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির পাশাপাশি বাংলাদেশ, মিশরের মতো কয়েকটি অতিথি দেশের প্রতিনিধিরাও অংশ নিয়ে থাকেন এই সম্মেলনে। এ ছাড়া রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরাও আমন্ত্রিত থাকেন বিশ্বব্যাপী এই সম্মেলনে।

Sudipto

সম্পর্কিত খবর