সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৮! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি খোয়ালেন আরও তিন প্রাথমিক শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ বছর পরতে না পরতেই ফের চাকরি খোয়ানোর হিড়িক। ১৪৩ জনের জনের পর এবার চাকরি গেল আরও ৩ প্রাথমিক শিক্ষকের। অতএব সবমিলিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ২৫৮। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) কাছে চাকরি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিন প্রাইমারি শিক্ষক (Primary Teacher)। তবে, সোমবার আদালত তাঁদের নথিপত্র বিবেচনা করে জানিয়ে দিল, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাতিল হয়েছিল দুর্নীতির দ্বারা প্রাপ্ত ৫৯ জনের চাকরি। পূর্বেও ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ধারাই অব্যাহত রেখে এদিন আরও ৩ শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট।

উল্লেখ্য, নিয়ম ভঙ্গ করে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে পূর্বে ২৬৮ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের সেই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই শিক্ষকেরা। তবে তাতেও লাভের লাভ কিছুই হয়নি। স্পষ্ট বার্তায় শীর্ষ আদালত জানায়, হাই কোর্টেই তাঁদের চাকরির বিবেচনা হবে।

high courtt

শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এই শিক্ষকদের চাকরির বৈধতার প্রমাণ দিতে হবে হাইকোর্টে। সেইমতো নথিপত্র যাচাই করে হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সেইমত গত বুধবারই ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। এরপর সেই রেশ বজায় রেখে বৃহস্পতিবার আরও ৫৯ জনের চাকরি বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন ফের আরও ৩ শিক্ষক নিজেদের দুর্নীতিগ্রস্থভাবে প্রাপ্ত চাকরি খোয়ালেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর