মাধ্যমিক টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’! রাজ্য জুড়ে তুমুল বিতর্কের মাঝে মুখ খুলল পর্ষদ

বাংলা হান্ট ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের মাধ্যমিক টেস্ট পেপারের একটি প্রশ্ন ঘিরে তৈরি হয় চরম বিতর্ক। এই বইটির ১৩২ নম্বর পাতায় ইতিহাসের প্রশ্নমালায় ম্যাপ পয়েন্টিং-এর একটি প্রশ্ন রয়েছে। সেখানে চিহ্নিত করতে বলা হয়েছে, ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir)! এই বিতর্কিত শব্দবন্ধ কীভাবে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ব্যবহার করা হল তাই নিয়েই প্রশ্ন উঠছে শিক্ষা মহলে।

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিষয়টি শুনেছি। ভালো করে দেখে নিয়ে তারপর বলতে পারব। যা বলার তা অবশ্যই জানানো হবে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। যাঁরা প্রশ্ন তৈরি করেছেন বা এডিট করেছেন তাঁদের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে পর্ষদের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবটাই পরিষ্কার করে জানানো হবে সংসদের ওয়েবসাইটে।’

dilip

তবে এই বিষয় নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গিয়েছে। কীভাবে এই রকম একটি বিষয় পর্ষদের মাধ্যমিক টেস্টপেপারে জায়গা পেল, তা নিয়েই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। জানা যাচ্ছে, ইতিহাসবিদদের অনেকেই বলছেন, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের মানুষ ওই এলাকাকে ‘আজাদ কাশ্মীর’ হিসেবে উল্লেখ করেন। তাহলে বাংলায় সরকারি মাধ্যমিক টেস্ট পেপারে কীভাবে এই শব্দ ব্যবহার করা হল? এটা কতটা নীতিযুক্ত?

তোপ দাগার সুযোগ ছাড়েনি বিজেপিও। খবর প্রকাশ্য আসা মাত্রই এ নিয়ে টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ১৩২ নম্বর পাতার ওই অংশের ছবি টুইট করে তিনি লেখেন মমতার সরকার বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে। বিষয়টি আরও জলঘোলা হবে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর