বাংলাহান্ট ডেস্ক : নারকেল গাছে (Coconut Tree) উঠেছেন ডাব পাড়তে, আর তারপরেই ঘটেছে বড়সড় বিপত্তি! নারকেল গাছ থেকে নামতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে গেল যুবকের (Man)। শেষপর্যন্ত তাঁকে নামাতে ডাকতে হলো খোদ দমকল বাহিনীকে (Fire Brigade)। এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে গাইঘাটা (Gaighata) থানার অন্তর্গত নাইগাছি এলাকায়। সেখানে সিকান্দার মণ্ডল এক ব্যক্তি গাছের ডাব পারতে নারকেল গাছে উঠেছিলেন।
জানা গিয়েছে, গাছটি ছিল পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তির। সিকান্দার মণ্ডল পেশায় নারকেল গাছ, সুপুরি গাছে চড়ে গাছের ডাব বা সুপুরি বিক্রি করতেন। যথারীতি তিনি গাছে চেপে গাছের ডাব পারছিলেন। কিন্তু অনেকক্ষন দেরী হওয়ায় বাড়ির লোকের সন্দেহ হতে শুরু হয়, তাঁরা দাবী করেন যে সিকান্দার অনেক্ষন পর্যন্ত গাছ থেকে নামতে দেরী করছিলো। তাই তাঁরা তাঁকে নিচে থেকে ডাকতে শুরু করেন।
তারপরেও যখন সে নেমে আসতে অপরাগ হয়, তখন বাড়ির লোকের সন্দেহ হয় এবং তাঁরা তাঁকে আরও জোরে ডাকতে শুরু করে। তখন কোনো রকমে তাঁর গলার আওয়াজ পায় বাড়ির লোকেরা। এরপরেই সিকান্দার অতো উঁচু ডাল থেকে সে জানায় যে সে নামতে পারছে না। বাড়ির লোকরা স্বাভাবিক ভাবেই খুব চিন্তিত হয়ে পড়ে। সিকান্দারও প্রচুর ভয় পেয়ে গিয়েছিলেন।
জানা যায় যে, সিকান্দার ভেবে ছিলেন যদি অতো ওপর থেকে পড়ে যান নির্ঘাত মারা যাবেন। তো কী করবেন বাড়ির লোকেরা? বাড়ির লোকেরা বুদ্ধি করে সেই মুহূর্তেই দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা চালানোর পর তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। দমকল বাহিনী থেকে জানানো হয় যে সিকান্দার প্রায় গাছের সাথে ঝুলে ছিলেন। শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেন তিনি।