রোনাল্ডো এবং মেসির সঙ্গে সাক্ষাৎ বলিউড নক্ষত্র অমিতাভ বচ্চনের! আনন্দিত ভারতীয় ফুটবলপ্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে পিএসজি এবং সৌদি আরবের দুই বিখ্যাত ক্লাব আল নাসের এবং আল হিলালের সম্মিলিত একাদশ। মেসি, নেইমার, এমবাপ্পের মতন তারকা সমৃদ্ধ পিএসজির বিরুদ্ধে নামা এই দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছেন সদ্য সৌদি আরবের লিগে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর ইউরোপিয়ান ফুটবলের মায়া কাটিয়ে আল নাসেরে যোগ দিয়েছেন রোনাল্ডো। কিন্তু তিনি যে এখনো ফুরিয়ে যাননি তা ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই বুঝিয়ে দিয়েছেন।

কিন্তু ম্যাচের বিবরণে যাওয়ার আগে ম্যাচের শুরুর আগে একটি স্মরণীয় ঘটনা ঘটেছে যেটি সম্পর্কে সকলের অবগত হওয়া দরকার। ম্যাচের উদ্বোধনে অনুষ্ঠানের জন্য বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ম্যাচের আগে দুই একাদশের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন বিগ বি। এই মুহূর্তটি অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকটি ভারতীয় ফুটবল প্রেমের মনের মণিকোঠায়।

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনের সঙ্গেই হ্যান্ডশেক করে অনেকক্ষণ কথা বলেন বিগ বি। সেই মুহূর্তটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই মহাতারকাই হাসিমুখে ভারতীয় সিনেমা জগতের নক্ষত্রর সঙ্গে কথা বলেন।

প্রথমার্ধের মাত্র তিন মিনিটের মধ্যে নেইমারের পাস থেকে মেসির গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। তারপর ম্যাচের ৩৪ মিনিট নাগাদ সম্মিলিত একাদশের হয়ে পেনাল্টি আদায় করে সেখান থেকে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর এমবাপ্প্যের অ্যাসিস্ট থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন মার্কুইনস। কিন্তু তার কিছুক্ষণ পরেই পেনাল্টি মিস করেন নেইমার। এরপরও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে নিখুঁত ফিনিশে ফের একবার পিএসজি গোলরক্ষক নাবাসকে পরাস্ত করেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিবেদনটি লেখার সময় প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর