বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অর্থ মন্ত্রক (Finance Ministry) দেশজুড়ে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের তরফে দেশের পিছিয়ে পড়া জেলাগুলিতে ঋণ বিতরণ বাড়ানোর লক্ষ্যে ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে খবর মিলেছে, মন্ত্রকের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রতিটি গ্রামের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কমপক্ষে একটি করে ব্যাঙ্ক উপস্থিত থাকতে হবে।
পাশাপাশি, এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণও। মূলত, দেশের কৃষকদের খুব সহজে ঋণ প্রদান এবং তাঁদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য যে, এর আগেই সরকারের তরফে দেশের প্রতিটি কৃষককে ক্রেডিট কার্ড দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল।
মূলত, সম্প্রতি ব্যাঙ্কিং সচিব বিবেক যোশীর সভাপতিত্বে জেলার প্রধান জেলা ব্যবস্থাপক (Lead District Manager, LDM) এবং রাজ্য স্তরের ব্যাঙ্ক কমিটির (State Level Bankers’ Committee, SLBC) আহ্বায়কদের পর্যালোচনা সভায় লক্ষ্যযুক্ত আর্থিক অন্তর্ভুক্তি হস্তক্ষেপ কর্মসূচির (Targeted Financial Inclusion Intervention Programme, TFIIP) অধীনে মোট ১১২টি অনগ্রসর জেলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। যেখানে নীতি আয়োগ, পঞ্চায়েতি রাজ এবং অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের (DFS) উচ্চ অধিকারিকরাও অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য যে, ২০১৮ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির (Aspirational Districts Programme, ADP) লক্ষ্য ছিল দেশের ১১২ টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলায় দ্রুত এবং কার্যকর রূপান্তর নিয়ে আসা। এমতাবস্থায়, ওই বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি স্কিমগুলির কার্যকারিতা আরও উন্নত করার ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ সংস্থাগুলির সাহায্যে গ্রামে আর্থিক শিক্ষা শিবিরের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে আহ্বান জানানো হয়।
শুধু তাই নয়, ভালো পারফরম্যান্সকারী জেলা এবং SLBC গুলিকে পুরষ্কারও দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বিবেক যোশী দেশে আর্থিক অন্তর্ভুক্তি অভিযানের প্রচারে SLBC এবং LDM-এর সদর্থক প্রচেষ্টারও প্রশংসা করেন। এছাড়াও, নির্ধারিত লক্ষ্য অর্জনে আগামী ছয় মাসের মধ্যে নতুন আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বানও জানান তিনি।