দাম কয়েক হাজার কোটি! IPL-এ চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিক্রি হওয়ার পথে RCB

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL ২০২৫-এর চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবার বিক্রি হতে চলেছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে চমকে গেলেও ঠিক এইরকমই আপডেট প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি যে, বর্তমানে RCB দলের মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যে কোম্পানি ম্যাকডোয়েলের হুইস্কি তৈরি করে।

বিক্রি হওয়ার পথে RCB (Royal Challengers Bengaluru):

ব্লুমবার্গের এক রিপোর্ট অনুসারে, স্পিরিট লিমিটেড RCB (Royal Challengers Bengaluru)-কে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, যদি RCB দল বিক্রি হয়, তাহলে এটি হবে IPL-এর ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। কারণ, RCB-র মালিক দলটি বিক্রি করার জন্য বিশাল দামের কথা ভেবেছে।

Royal Challengers Bengaluru is up for sale.

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ইউনাইটেড স্পিরিট লিমিটেড কোম্পানি RCB (Royal Challengers Bengaluru)-কে ২ বিলিয়ন দির অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ইউনাইটেড স্পিরিট লিমিটেড বিজয় মালিয়ার মালিকানাধীন ছিল। কিন্তু যখন মালিয়া দেউলিয়া হয়ে যান তখন এই কোম্পানিটি ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও কিনে নেয়। এখন ডিয়াজিও RCB-র মালিক।

আরও পড়ুন: সবথেকে বড় ঘোষণা Apple-এর! চলে এল iOS 26, বদলে যাবে iPhone ব্যবহারের পদ্ধতি

২০০৮ সালে, RCB-র কত মূল্য ছিল: IPL-এর শুরুতে অর্থাৎ ২০০৮ সালে, RCB (Royal Challengers Bengaluru)-র মূল্য ছিল ১১১.৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪৭৬ কোটি টাকা। তখন RCB ছিল IPL-এর দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল দল। বিজয় মালিয়া তাঁর কোম্পানি ইউনাইটেড স্পিরিট লিমিটেডকে RCB-র মালিকানা দিয়েছিল। ২০১৪ সালে, ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও, ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের একটি বড় অংশ কিনে নেয় এবং তারপর ২০১৬ সালে কোম্পানিটি পুরো RCB-কে অধিগ্রহণ করেন।

আরও পড়ুন: বিতর্কিত সিদ্ধান্তের জেরে মহিলা আম্পায়ারের সাথে বিবাদ! বড়সড় শাস্তির সম্মুখীন রবিচন্দ্রন অশ্বিন

IPL-এর ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: এদিকে, যদি RCB (Royal Challengers Bengaluru) দলটি ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হয়, তাহলে এটি হবে IPL-এর ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। এর আগে কোনও দল এত বিপুল দামে বিক্রি হয়নি। জানিয়ে রাখি যে, এর আগে যখন দু’টি নতুন দল আইপিএলে আসে, তখন লখনউ সুপার জায়ান্টসকে ৭,০৯০ কোটি টাকায় কিনে নেয় আরপিএসজি গ্রুপ। অন্যদিকে সিভিসি ক্যাপিটাল ৫,৬২৫ কোটি টাকায় গুজরাট টাইটান্সকে কিনে ছিল।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।