ব‍্যালকনিতে বাদশা, ভক্তদের ভিড়ে আটকে গেল গাড়ি, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এক বছর পর ফের বক্স অফিসে ঝড় তুলে বলিউড(Bollywood)। চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মাঝখানে আর মাত্র একটা দিন। ২৫ তারিখ মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান'(Pathan)। ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। চলছে কাউন্ট ডাউন। ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং-এ পুরনো সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে এই ছবি। এবার কেবল মুক্তির অপেক্ষা।

এই ছবির গান ‘বেশরাম রং’ প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কে জড়িয়েছে ‘পাঠান’। তবে বিতর্ক চলছে বিতর্কের পথে। ছবি মুক্তি নিয়ে উত্তেজনা কম নেই অনুরাগীদের মধ্যে। এই প্রথমবার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘গাইতেয়ি গ্যালাক্সি’-তে সকাল ন’টায় দেখান হবে পাঠান। জানা যাচ্ছে, মুম্বাইয়ের ‘শাহরুখ ফ্যান ক্লাব’ করেছে এই ব্যবস্থা।

shahrukh khan fan

ছবি মুক্তির আগের রবিবার অভিনেতার বাড়ির নিচে ভিড় জমলো ভক্তদের। স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই রবিবার সন্ধ্যায় মন্নতের ছাদে উঠলেন বলিউড বাদশা। ভক্তদের দিকে তাকিয়ে হাত নাড়লেন তিনি। ছুড়ে দিলেন ফ্লাইং কিস। নিচে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে দেখা যায় সেই রকম উচ্ছ্বাস। কেউ কেউ আবার অভিনেতাকে ‘আই লাভ ইউ’ বলেও চিৎকার করে ওঠেন। ভক্তদের এহেন উচ্ছাস দেখে আনন্দিত অভিনেতা।

pathaan shah rukh khan

যদিও সবকিছুর মধ্যেই ঘটে যায় এক ঘটনা। ভক্তদের ভিড়ের মাঝে আটকে পড়ে লাল রঙের একটি গাড়ি। এই ঘটনা নজর এড়িয়ে যায়নি বলিউড বাদশার। অভিনেতাকে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন ভক্তরা। আর সে কারণেই রস্তায় আটকে গিয়েছিল ওই লাল গাড়ি। সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বলিউড বাদশা। তিনি লেখেন, ‘এমন একটা সুন্দর রবিবার উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ’। এরপরেই গাড়ির মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। লেখেন,’সরি’। এরপরেই মজা করে অভিনেতা লেখেন,’বাট আই হোপ কি লাল গাড়ি ওয়ালো নে আপনে কুর্সি কি পেটি বান্ধ লি থি ‘। এরপরই পাঠান দেখতে যাওয়ার জন্য অভিনেতা সকল দর্শকদের কাছে অনুরোধ জানান।

X