‘অভিষেকের একদিকে বিনয় মিশ্র অপর দিকে কুন্তল ঘোষ কেন?’, চাঞ্চল্যকর প্রশ্ন দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এবার তাঁর জোড়া ডায়েরি নিয়ে তদন্ত করছে ইডি (ED)। প্রাথমিকভাবে ইডির জানিয়েছে, এই দুই ডায়েরিতেই রয়েছে টাকা পয়সার সমস্ত হিসেব। কুন্তল ঘোষকে গ্রেফতারের দিন, তাঁর ঘর থেকে এই দুই ডায়েরি বাজেয়াপ্ত করে ইডি। সেই প্রসঙ্গেই এবার তোপ দাগলেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপবাবু বলেন, ‘কুন্তলরাই তৃণমূল দলের অ্যাসেট। এদের হ্যান্ডলার বলে। প্রত্যেকের সঙ্গে কুন্তলের ছবি আছে। কিন্তু আজ অনেকেই চিনতে চাইছে না। অভিষেকের ডান দিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন? অভিষেক বলছেন আমি সৎ। অসৎ প্রমাণে ফাঁসি দিয়ে দাও। যদি সেরকম ঘটনা ঘটে, হয়তো একদিন সেই ছবিও দেখা যাবে।’ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই বিস্ফোরক মন্তব্যে চূড়ান্ত শোরগোল রাজ্য রাজনীতিতে।

dilip mamata

প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কুন্তল প্রসঙ্গ ছাড়াও আরও একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ এদিন বলেন, ‘এটা ভালো তো। খারাপ কি? নেতাজি বন্দনায় প্রতিযোগিতা ভালো। আরও ৫০ বছর আগে হওয়া উচিৎ ছিল। তাহলে আজ আমাদের এদিক ওদিক ঘুরে বেড়ান যুব সমাজ আদর্শ পেত। নেতাজিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। যুব সমাজ আইকন খুঁজে বেড়াচ্ছে। সেই সুযোগ নরেন্দ্র মোদি করেছেন। নেতাজির কন্যাকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই উনি যেটা বলছেন সেটাই একদম ঠিক, তা মানা যায়না। আমাদের আঘাত না দিয়ে কাজ করতে হবে। মৃত্যু নিয়ে বিশেষজ্ঞরা যেমন গবেষণা করছেন করুন। তার আবেগ ও আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলি।

এদিকে গতকাল রেড রোডে নেতাজির জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদির দূতের প্রতি বিক্ষোভ ভালো জিনিস। এই প্রসঙ্গেও মমতাকে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘আঙুর ফল টক। ওঁরা ভেবেছিলেন চোখ দেখিয়ে আঙ্গুল দেখিয়ে যেরকম চলছে, সেরকমই চলবে। সেটা হচ্ছে না। উনি বলছেন ক্ষোভ বিক্ষোভ থাকা উচিৎ? তাহলে অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়েছিলেন কেন? উনি তো একটা কার্টুন শেয়ার করেছিলেন। বিজেপির হাজার হাজার ছেলে শুধু ফেসবুকে পোস্ট লাইক করায় জেলে ঢুকিয়েছিলেন কেন? পুলিস বাড়িতে পৌঁছে গেছিল কেন? এখন আর সাধারণ মানুষকে আটকাতে রাখতে পারছেন না।’


Sudipto

সম্পর্কিত খবর