‘আমাদের দল তরুণ, ভুল ত্রুটি হবেই’, হারের পর অজুহাত হার্দিকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দলকে। কাল ভারতীয় দলের তরফ থেকে বেশ কিছু ভুল ভ্রান্তি দেখা গিয়েছিল ২২ গজে। প্রথমত দল নির্বাচনেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। রাঁচির স্পিন বান্ধব পিচে তিনি দল নামিয়েছিলেন একজন অতিরিক্ত পেসার নিয়ে। পরে তাদের বোলিংয়ের কোটাই শেষ করতে পারেননি।

এরপর টসে জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং বাস্তবে দেখা যায় যে খেলা যত গড়ার ছিল রাঁচির পিচে ব্যাটিং করা ততই মুশকিল হয়ে পড়ছিল। এই পরিস্থিতির পুরোপুরি সুবিধা নিয়েছিলেন নিউজিল্যান্ডের স্পিনাররা। মিচেল স্যান্টনার পাওয়ার প্লে-তে সূর্যকুমার যাদবের মতো আগ্রাসী ব্যাটারের বিরুদ্ধে মেডেন ওভার দেন।

পরে হার্দিক এবং সূর্যকুমার মিলে একটি বড় পার্টনারশিপ করেছিলেন। তারপরে অসাধারণ ব্যাটিং করেছিলেন ওয়াশিংটন সুন্দরও। কিন্তু লাভ হয়নি। গতকাল মূলত ভারতীয় পেসারদের এবং টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় ভারতের হাত থেকে ম্যাচ ফসকে গিয়েছে। ওয়াশিংটন সুন্দর ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই দুর্দান্ত পারফরম‍্যান্স করেও ভারতকে জেতাতে পারেননি।

w sundar

দলের পারফরম্যান্সে কিছুটা হতাশ হলেও ভেঙে পড়ছেন না হার্দিক। গতকাল ম্যাচ শেষে তিনি মন্তব্য করেন যে কালকের ম্যাচটা ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলেনি। তার মনে হয়েছে যে শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে নিউজিল্যান্ডকে। এই পরিস্থিতির পরিবর্তন করে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন পান্ডিয়া।

সেই সঙ্গে দলের তরুণ ক্রিকেটারদেরও কিছুটা আড়াল করার চেষ্টা করেছেন ভারতীয় অধিনায়ক। তিনি জানিয়েছেন যে এই টি-টোয়েন্টি দলটা তরুণ ক্রিকেটারদের দিয়ে তৈরি যাদের সবরকম অভিজ্ঞতা এখনো হয়ে ওঠেনি। কিছু ভুল ভ্রান্তি হবে এবং তার মধ্যে দিয়েই তারা আস্তে আস্তে নিজেদের উন্নতি করবেন বলে জানিয়েছেন হার্দিক।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর