বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সেই লক্ষ্যেই সভা-জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এদিন কেশপুরে বিশাল (Keshpur) জনসভা করেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই দলনেতার নয় সংবাদমাধ্যমের উদ্দেশে করে অন্য দুজনার ছবি ছাপাতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ঠিক কী ঘটেছিল? এদিন কেশপুরে দলনেতার সভায় ভীড় ছিল চোখে পড়ার মতো। সেখানেই কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জু দলবেরা ও তাঁর স্বামী অভিজিৎ দলবেরাকে মঞ্চে ডেকে নেন অভিষেক। তারপরেই তিনি বলেন, ১০ বছরের বেশি সময় ধরে এলাকায় তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন এই অভিজিৎ দলবেরা। তবে আবাস যোজনার ঘর পেয়েও তা ফিরিয়ে দিয়েছে এই যুগল।
এরপরেই সংবাদমাধ্যমের উদ্দেশ্য করে কড়া বার্তা দেন অভিষেক। পাশে দাঁড়িয়ে অভিজিৎ-মঞ্জু। দলনেতা বলেন, “সারাদিন খবরে দেখানো হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য ফুলেফেঁপে উঠেছে! এই দুজনকে দেখে কী মনে হয় আপনাদের? আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করব যদি আপনাদের মধ্যে নিরপেক্ষতা থাকে, বিবেকবোধ থাকে আমার মিটিংয়ে আজকে আমার ছবি দিতে হবে না। এদের দুজনের ছবি দিন। ”
পাশাপাশি অভিষেকের সংযোজন, “মঞ্জু দেবী পঞ্চায়েত অফিসে গিয়ে বলেছেন আমার স্বামী বুথ সভাপতি, আমি পঞ্চায়েতের মেম্বার, আমি তৃণমূল করি, আমি ঘর নেব না।” শুধু তাই নয় এদিন সকলের সামনে মঞ্জু দেবীর বাড়ির একটি ছবিও তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতির পাশাপাশি আবাস দুর্নীতিতেও ধুন্ধুমার অবস্থা রাজ্যে। দিক দিক থেকে তৃণমূলের নেতা নেত্রীদের ওপর আবাস দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। দেখা গিয়েছে পাকা ভালো বাড়ি থাকা সত্ত্বেও শাসকদলের নেতাদের নামে ভরেছে আবাসের তালিকা। অন্যদিকে নিজেদের ন্যায্য ঘর না পেয়ে ক্ষোভ-বিক্ষোভে নেমেছেন বহু মানুষ।
লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ পেয়ে রাজ্যে একাধিকবার পৌঁছেছে কেন্দ্রীয় দলও। প্ৰতি ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। চরম অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। দুর্নীতির অভিযোগে লাগাতার বিক্ষোভের ছবি সামনে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিক্ষোভের মুখে পড়েছেন পঞ্চায়েত প্রধান, সদস্য থেকে শুরু করে দিদির দূতেরাও। এই আবহেই একেবারে বিপরীতমুখী এক ছবি আজ সকলের সামনে তুলে ধরলেন অভিষেক বন্দোপাধ্যায়।