‘তুমি আমার নামটাই বললে?’ জেলের লনে মুখোমুখি হয়ে কুন্তলকে প্রশ্ন পার্থর! উত্তর এল মিনমিন স্বরে

বাংলা হান্ট ডেস্কঃ পদমর্যাদায় বিস্তর ফারাক হলেও নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বর্তমানে ঠাঁই হয়েছে একই জেলে। কয়েদিদের মধ্যে যে রোজ দেখা হওয়ার খুব একটা সুযোগ রয়েছে তেমনটা নয়। জেলের সেলের সামনে ছোট্ট একটি লন। বাঁধাধরা সময় মতো সেখানে একটু হাঁটাহাঁটি করতে পারেন বন্দিরা। মঙ্গলবার সেইসময়েই দেখা হয়ে গেল পার্থ-কুন্তলের। হল এক প্রস্ত কথোপকথনও।

গত বছর থেকে প্রেসিডেন্সি জেলের বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানের সেল ব্লকের বাসিন্দা তিনি। ওই ব্লকে রয়েছে মোট ২২টি সেল। দুর্নীতি মামলায় আরেক অভিযুক্ত কুন্তল ঘোষ গত বৃহস্পতিবার থেকে থাকতে শুরু করেছেন সেই সেলেরই বাইশ নম্বর ঘরটিতে। এদিন একটু ঘোরাঘুরি করতে তারা দু’জনেই নেমেছিলেন পয়লা বাই লাগোয়া লনটিতে। সেখানেই অন্যান্য বন্দিদেড় ভিড়ের মাঝেই হঠাৎ দেখা হয় দুজনার।

জেল সূত্রে খবর, কুন্তলকে সেখানে দেখতে পেয়েই তাকে প্রশ্ন করতে শুরু করেন পার্থ। প্রথমেই পার্থবাবু প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘‘এই, তুমি আমাকে চেনো? তুমি আমার নামটাই নিলে?’’ কুন্তল সেই প্রশ্ন শোনেন এবং জবাবও দেন। তবে সেই জবাবটা আসে অতি মিনমিনে স্বরে। সেখানেরই বন্দিরা জানান, যুবনেতা কুন্তল খুবই চাপা স্বরে বলছিলেন। শোনা গিয়েছে ‘‘আলাপ নেই।’’ তারপর মুখে কুলুপ দেন।

partha kuntal

প্রসঙ্গত, ইডি সূত্রে খবর, বেআইনি নিয়োগের জন্য অযোগ্য চাকরিপ্রার্থীদের থেকে যে টাকা কুন্তল সংগ্রহ করেছিলেন কমিশন বাদ দিয়ে তা গিয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আরও কিছু প্রভাবশালীর পকেটে। তাছাড়া ইডির জেরায় কুন্তল বলেন, পার্থ বাবুর জন্য একবার ইলিশ নিয়ে তার বাড়ি পৌঁছেছিলেন কুন্তল। পাশাপাশি পার্থর নাগতলার বাড়িতেও কুন্তলের যাতায়াত ছিল বলে সূত্রের খবর।

তবে এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী কুন্তলকে জিজ্ঞেস করলেন সে সত্যিই তাকে চেনে কি না। তবে ‘‘তুমি আমার নামই নিলে?’’ এই প্রশ্নও কিন্তু করেছেন পার্থ। দুজনার বাক্য বিনিময় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
প্রসঙ্গত, আরও ১০ দিন এই একই ব্লকেই থাকবেন পার্থ-কুন্তল। এদিনের কথোপকথন পরবর্তী দিন গুলোতেও বজায় থাকে কিনা সেটাই এবার দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর