অনুষ্টুপ, সুদীপের ব্যাটে বিপদ কাটালো বাংলা! প্রথম দিনের শেষে কিছুটা হলেও এগিয়ে মনোজরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অসাধারণ ব্যাটিং করে দিনের শেষে বাংলাকে কিছুটা হলেও এগিয়ে রাখলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) এবং সুদীপ কুমার ঘরামী (Sudip Kumar Gharami)। শক্তিশালী মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুকু ও সুদীপের জোড়া শতরানে ভর করে অ্যাডভান্টেজ বাংলা (Bengal Ranji Team)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) দ্বিতীয় সেমিফাইনালে দিনের শেষে নতুন বল হাতে নিয়ে মধ্যপ্রদেশের পেসাররা পাল্টা প্রত্যাঘাত না করলে ম্যাচ পুরোপুরি বাংলার দখলেই থেকে যেত।

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ব্যাটিংয়ের জন্য অনুকূল উইকেটে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (২৭) এবং করণ লাল (২৩)। কিন্তু তাদের মধ্যে ৫১ রানের পার্টনারশিপ হওয়ার দুই ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলা।

এরপর বিপজ্জনক অবস্থা থেকে বাংলার ইনিংসকে সামলানোর কাজ শুরু করেন ৩ নম্বরে নামা সুদীপ এবং ৪ নম্বরে নামা অনুষ্টুপ। দুজনেই রক্ষণের খোলসে ঢুকে যাননি। বরং সময় সময় দুজনের ব্যাট থেকে বেরিয়ে এসেছে দৃষ্টিনন্দন কিছু শট। প্রথম সেশনে ২ উইকেট খুঁইয়ে ১১১ রান তুলেছিল বাংলা।

দ্বিতীয় ইনিংসে রানের গতি বৃদ্ধি পায়। মধ্যপ্রদেশের স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করছিলেন দুই তারকাই। দুজনেই দুর্দান্তভাবে নিজেদের অর্ধশতরান সম্পূর্ণ করেন বড় শট খেলে। তারপর কিপারের থ্রো সরাসরি বাঁ-হাতের কব্জিতে লাগায় কিছুটা বেকায়দায় পড়ে যান বাংলার ক্রিকেটপ্রেমীদের প্রিয় রুকুদা। কিন্তু ব্যাথা সহ্য করেই অসাধারণ ব্যাটিং করতে থাকেন তিনি। দ্বিতীয় সেশনে কোনও উইকেটই হারায়নি বাংলা।

anustup

তৃতীয় সেশনে ১৭৬ বলে নিজের প্রথম শ্রেণির ক্রিকেটের ১৩ তম শতরানটি সম্পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। এরপর ১৮৩ বলে নিজের শতরান সম্পূর্ণ সুদীপ কুমার ঘরামী। যখন বাংলাকে অত্যন্ত সুবিধাজনক অবস্থায় দেখাচ্ছে তখন নতুন বল হাতে দিনের তৃতীয় ও নিজের প্রথম উইকেট নিয়ে ২৪১ রানের পার্টনারশিপ ভাঙেন আবেশ খান। এরপর আর মাত্র ৪ রানের মাথায় সুদীপ এলবিডব্লিউ হয়ে ফেরেন। দিনের শেষে ক্রিজে অপরাজিত অবস্থায় রয়েছেন মনোজ তিওয়ারি (৫) ও শাহবাজ আহমেদ (৪)। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেট হারিয়ে ৩০৭। ২ উইকেট নিয়েছেন মধ্যপ্রদেশের পেসার অনুভব আগরওয়াল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর