‘মমতার খপ্পরে পড়েছেন, ট্র্যাকে থাকুন’, রাজ্যপালকে সতর্ক করে দিলেন শুভেন্দু 

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার নয়া রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। পদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। অন্যদিকে রাজ্য-রাজ্যপালের এই সম্পর্ক নিয়েই সরব বিরোধী শিবির। নাম না করেও একাধিকবার গেরুয়া বাহিনীর কটাক্ষের মুখেও পড়তে হয়েছে রাজ্যপালকে। তবে এবার সোজাসুজি রাজ্যপালকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাথেই জুড়ে দিলেন পরামর্শ।

প্রসঙ্গত, সেন্ট জেভিয়ার্সে সাম্মানিক ডি লিট প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এপিজে আব্দুল কালাম, সর্বপল্লী রাধাকৃষ্ণন, অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তিদের সঙ্গে তুলনা টেনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বিষয় নিয়েও তরজা কম হয়নি। একেবারে টুইট করে এই বিষয় তুলে সরব হয়েছিলেন শিশির পুত্র। সেইমতই মঙ্গলবার ফের বিধানসভায় রাজ্যপালের ওপর নিজের ক্ষোভ-রাগ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতার কড়া মন্তব্য, ‘‘রাজ্যপালকে বলে এসেছি, আপনি যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন তাঁরা এক একজন ভারতরত্ন। আপনার সেদিনের বক্তব্যে বাংলা এবং বাঙালি লজ্জিত। ভারতীয় জনতা পার্টি এর আগেও প্রতিবাদ করেছে এবং আগামীতেও করবে।”

শুধু তাই নয়, এরপর এর আগে বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। একেবারে রাজ্যপালের নাম নিয়েই শুভেন্দু বলেন, ‘‘জগদীপ ধনখড় ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ করেছেন। নতুন রাজ্যপাল ভুল পথে চালিত হচ্ছেন। কোনটা ঠিক, কোনটা ভুল— তিনি বোধহয় সংশয়ে রয়েছেন। আমাদের মনে হচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খপ্পরে পড়েছেন। ট্র্যাকে থাকুন।”

suvendu adhikari

উল্লেখ্য, গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যপালকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভেও সামিল হন বিজেপি বিধায়করা! বাংলায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। ক্রমাগত চোর ধরো জেল ভরো শ্লোগান তুলতে থাকেন বিজেপি বিধায়করা। প্রায় ২০ মিনিট ধরে বিধানসভার ভিতরে বিক্ষোভের পর বাইরেও চলে বিক্ষোভ। এদিন রাজ্যপালের বক্তব্যের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর