মাছি গললেও পড়বে ধরা! মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বসল ৫৬ লক্ষের ক্যামেরা সেন্সর

বাংলা হান্ট ডেস্কঃ আরও জোরদার নিরাপত্তায় (Security) ঘিরে ফেলা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ি। জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমোর বাড়ি ঘিরে প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছে অত্যাধুনিক ক্যামেরা সেন্সর (High Resolution Camera)। এটি এমন একটি যন্ত্র যা সজাগ থাকবে সারাক্ষন। মানুষের নজরদারি কোনো ভুলচুক হলেও তা জানিয়ে দেবে এই যন্ত্র। বলা বাহুল্য, নজরদারির এহেন ব্যবস্থা এ রাজ্যে এই প্রথম।

প্রসঙ্গত, কয়েক মাস আগের ঘটনা। সমস্ত নিরাপত্তা বেষ্টনী টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তার হাতে ছিল লোহার রড। সারারাত ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর ঘরের ঠিক বাইরেই এক জায়গায় লোহার রড নিয়ে ঘাপটি মেরে বসে ছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় গোটা রাজ্যে। সাথেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও ওঠে একাধিক প্রশ্ন।

এই ঘটনার পরেই তৃণমূল সুপ্রিমোর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’র কাছে রিপোর্ট তলব করা হয়। সেই সময়ে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে নিরাপত্তার একাধিক পদক্ষেপের পাশাপাশি পিআইডিএস বা ‘পেরিমিটার ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’ বসানোর সিদ্ধান্ত হয়। এরপরেই এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে এই অত্যাধুনিক ক্যামেরা সেন্সর বসানো হল।

জানা গিয়েছে, এই গোটা ব্যবস্থার মোট ৩০টি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সোজা সতর্কবার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। শুধু তাই নয়, এই ব্যবস্থায় কোনও গাড়ি সেন্সরের মধ্যে দিয়ে গেলে তার সঙ্গে যুক্ত ফোন নম্বরও নাকি তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে পৌঁছে যায়। তারপর ব্যবস্থা নিতে পুলিশ জরুরি পদক্ষেপ গ্রহণ করবে।

mamata

খবর অনুযায়ী, এই সেন্সর ও ক্যামেরা মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের একাধিক গলি সহ হরিশ মুখার্জি রোডের কিছু জায়গায় লাগানো হয়েছে। সেখানে এক-একটি খুঁটির সঙ্গে উঁচু জায়গায় ক্যামেরা ও সেন্সর লাগানো ডিভাইস বসানোর ব্যবস্থা কড়া হয়েছে। এই বিষয়ে ব্যবস্থার দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী বলেন, ‘‘বেশি বলা বারণ। এটুকু বলতে পারি, এখানে মাছি গললেও এ বার ধরা পড়বে।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর