বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লিতে অজিদের বিরুদ্ধে দাপট দেখিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের পরই ভারতীয় দলের (Team India) সিরিজের বাকি দুই টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজের দল ঘোষণা হল। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নির্বাচকমণ্ডলী। তাই টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য দলে কোনও পরিবর্তন হয়নি। কিন্তু ওডিআই সিরিজের দলে রয়েছে চাঞ্চল্যকর কয়েকটা পরিবর্তন।
রোহিত শর্মা (Rohit Sharma) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটিতে ভারতীয় দলের অংশ হতে পারবেন না। পারিবারিক কারণে তিনি নিজের ঘরের মাঠের ওডিআই ম্যাচটিতে মাঠে নামবেন না। তার অনুপস্থিতিতে ভারতীয় দলকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে-তে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি বছরের শুরু থেকেই লোকেশ রাহুলকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়ে হার্দিককে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল।
হার্দিক এখনো অবধি ভারতীয় দলকে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে এখনো কোনো সিরিজ হারেনি ভারত। কিন্তু ওডিআই ফরম্যাটে কখনো অধিনায়কত্ব করতে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে। মুম্বাইয়ে অজিতের বিরুদ্ধে হার্দিকের এই নতুন অবতার দেখতে মুখে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা রবীন্দ্র জাদেজা চলতি টেস্ট সিরিজে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন ভারতের জাতীয় দলে। এবার এই তারকা অলরাউন্ডার ভারতের ওডিআই স্কোয়াডেও প্রত্যাবর্তন করেছেন। সেই সঙ্গে ওডিআই স্কোয়াডে ফিরেছেন শ্রেয়স আইয়ারও। চোটের কারনে ভারতের বের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের অংশ হতে পারেননি শ্রেয়স। নিজের রাজ্য সৌরাষ্ট্রকে রঞ্জি ট্রফি জেতানো অধিনায়ক জয়দেব উনদকাট এবার ওডিআই স্কোয়াডেও ডাক পেয়েছেন।
ভারতীয় ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাদ