পন্থের অনুপস্থিতিতে IPL-এ দিল্লির নেতৃত্বে ওয়ার্নার! সহ অধিনায়ক হচ্ছেন তারকা ভারতীয় অলরাউন্ডার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর একমাস পরে আরম্ভ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। প্রায় তিন বছর পরে সম্পূর্ণ স্বাভাবিকভাবে হোম এবং ম্যাচের ভিত্তিতে আয়োজিত হবে টুর্নামেন্টে। করোনা কালের আতঙ্ক কাটিয়ে আবারও সম্পূর্ণ স্বাভাবিকভাবে ম্যাচগুলির আনন্দ উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টে চলবে মার্চ মাসের একদম শেষ থেকে মে মাসের শেষ বা জুন মাসের শুরুর দিক পর্যন্ত। এখনো পর্যন্ত নক আউটের সূচি ঘোষণা করা হয়নি।

এই আইপিএল শুরুর আগে কিছুটা চিন্তায় রয়েছে, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। চোটের কারনে তাদের তারকা ক্রিকেটার উইকেটরক্ষক এবং অধিনায়ক রিশভ পন্থ (Rishabh Pant) এইবারের টুর্নামেন্টে মাঠে নামতে পারছেন না। গাড়ি দুর্ঘটনায় গুরুতর ঘায়েল হয়ে কত বছরের একদম শেষ দিক থেকে অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটার।

এবার পন্থের বদলে কে যে নতুন অধিনায়ক হবেন সেই নিয়ে জল্পনা চলছিল। এবার দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে জড়িত এক ব্যক্তি সংবাদমাধ্যমকে নাম গোপন রাখার শর্তে সেই তথ্য জানিয়েছে। জানা গিয়েছে যে আইপিএল ২০২৩-এ দলটিকে নেতৃত্ব দেবেন তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু সম্প্রতি চোটের কারণে তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে সাহস অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছেন।

তবে সেটি কোন সমস্যার বিষয় হবে না কারণ অস্ট্রেলিয়া ভারত সফরে ওডিআই সিরিজের যে দল ঘোষণা করেছে তাতে ডেভিড ওয়ার্নার রয়েছেন। তবে মূল সমস্যা জায়গা যেটা সেটা হল ওয়ার্নার এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই। ভারতের মাটিতে ৩টি ইনিংসে ব্যাট করে কোনও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। ভারত সফরে আসার আগে অস্ট্রেলিয়ার জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা টেস্ট সিরিজ একটি দ্বিশতরান করলেও বাকি সিরিজে তিনি নিজের সেরা ছন্দের ধারে কাছেও ছিলেন না।

axar 50

ওয়ার্নারকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হবে এই মুহূর্তে অসাধারণ ফর্মে থাকা অক্ষর প্যাটেলকে (Axar Patel)। চলতি বছরের শুরুতে ভারতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন অক্ষর। বোলিং এর চেয়েও আপাতত ব্যাট হাতে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। সম্প্রতি আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। আইপিএলে তার পারফরম্যান্স কেমন যায় সেই দিকে নজর থাকবে সকলের।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর