বাংলা হান্ট ডেস্কঃ ভোট পূর্বে ফের ছড়াল বোমাতঙ্ক! কেষ্টগড় থেকে উদ্ধার বোমা। জানা গিয়েছে, মাড়গ্রামে (Margram) স্কুলের পাঁচিলের পাশে ঝোপ থেকে মিলেছে বোমা অন্যদিকে একই দিনে খুনে অভিযুক্তদের জেরা করে মাড়গ্রামেই দ্বারকা নদীর পাড়ে লুকনো বোমার (Bomb) খোঁজ পায় পুলিশ। এরপর বম্ব স্কোয়াডের তৎপরতায় নিষ্ক্রিয় করা হয় তাজা বোমাগুলি। শনিবার একসাথে জোড়া বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল বীরভূমে (Birbhum)।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, এদিন মাড়গ্রামের বসোয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পাঁচিলের গায়ে ঝোপের মধ্যে একটি ঝোলা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাতেই সন্দেহ হয় তাদের। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই ওই ঝোলা থেকে বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। স্কুল চত্বর থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও এলাকাবাসীর মধ্যে।
অন্যদিকে শনিবারই মাড়গ্রামে দ্বারকা নদীর ঘুটিয়া ঘাটের পাড়েও বোমার খোঁজ মেলে। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি ড্রামভর্তি করে মাটিতে পোঁতা ছিল। চাঞ্চল্যকরভাবে দু’টি ড্রাম থেকে উদ্ধার হয়েছে ৪০টিরও বেশি বোমা। সেই বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। বর্তমানে ঘটনাস্থলে মজুত রয়েছে পুলিশ বাহিনী। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, এই প্রথম নয় চলতি মাসের শুরুতেই বীরভূমের মাড়গ্রাম এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণ হারায় লাল্টু শেখ এবং নিউটন শেখ নামে দুই ব্যক্তি। জানিয়ে রাখি, লাল্টুর দাদা ভুট্টু শেখ মাড়গ্রাম-১ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সেই খবরও আমরা আপনাদের জানিয়েছিলাম। সেইসময় বোমা মারার ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এখনও পুলিশি হেফাজতেই রয়েছেন তারা।
সূত্রের খবর, মাড়গ্রাম বোমা কাণ্ডের সেই ধৃতদের জেরা করেই শনিবার উদ্ধার হওয়া বোমার খোঁজ পেয়েছে পুলিশ। ঘটনার পেছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ চলছে তদন্ত। ভোট পূর্বে বার বার বোমা উদ্ধারের ঘটনায় যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তা হল, অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন কী হবে? নাকি এবারেও বলে
রক্ত ঝরবে বাংলার মাটিতে!