একশ, দুশো কোটি নয় … গোপাল-হৈমন্তীর সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য CBI-র

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam)সদ্য নাম জড়িয়েছে গোপাল দলপতির (Gopal Dalapati) স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ‌্যায়ের (Haimanti Ganguly)। দুদিন থেকে সেই নিয়েই তোলপাড় বঙ্গে। তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য। প্রায় এক ডজন সংস্থার মালিক গোপাল-হৈমন্তী। তাদের সেই কোম্পানি গুলির মাধ্যমেই নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) কোটি কোটি কালো টাকা সাদা করা হত বলে দাবি সিবিআই এর। পাশাপাশি অভিযোগ সবমিলিয়ে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার মালিক এই গোপাল-হৈমন্তী।

আর কী জানা যাচ্ছে? গতকাল হৈমন্তীর নাম সামনে আসতেই একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ২০১৪ সাল থেকে সম্পত্তি কিনতে শুরু করেন গোপাল-হৈমন্তী। সেই সময়ই মাথা চারা দিয়ে ওঠে নিয়োগ দুর্নীতি। সিবিআই এর দাবি, ওই সময় থেকেই বিভিন্ন জেলা থেকে দুর্নীতির কালো টাকা গোপালের কাছে পৌঁছতে শুরু করে। চাকরিপ্রার্থীদের সেই টাকা দিয়েই একের পর এক সম্পত্তি কিনতে থাকেন তারা।

গোপালের ও হৈমন্তীর নামে রয়েছে একাধিক সংস্থাও। সেকথা অবশ্য স্বীকার করে নিয়েছেন দলপতি নিজে। সিবিআই সূত্রে খবর, ২০১৫ সালে নতুন সম্পত্তি কেনার জন্যই নাম বদল করে নিজের আরমান গঙ্গোপাধ‌্যায় হয়ে যান গোপাল দলপতি। আরেক তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় নামে ও বেনামে প্রায় ২০০ বিঘা জমি রয়েছে গোপাল-হৈমন্তীর।

ed gopal dalapati

রয়েছে বেশ কয়েকটি বাড়ি, হোটেল ও গেস্ট হাউজও। মিলেছে দুটি ফ্ল্যাটের হদিশও। তবে শুধু রাজ্যই নয়, বাংলার বাইরেও এই দুজনার বিপুল সম্পত্তি রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ আলিপুর কোর্ট থেকে জেল হেফাজতে যাওয়ার পথে এক রহস্যময়ী নারীর নাম তোলেন। তার মুখেই উঠে আসে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। এরপরেই লাইমলাইটে উঠে আসে গোপালের মডেল স্ত্রী।

দিন দিন দুর্নীতির ময়দানে ভিন্ন ভিন্ন চরিত্রের নাম উঠে আসায় শোরগোল পড়েছে রাজ্যে। অন্যদিকে গোপালের দাবি, নিজের কুকীর্তি ঢাকতেই হৈমন্তীর নাম নিয়েছে কুন্তল। জানা গিয়েছে বর্তমানে দিল্লিতে রয়েছেন গোপাল। সেখান থেকেই হৈমন্তী প্রসঙ্গে তিনি বলেন, হৈমন্তী এসবের কিচ্ছু জানে না ও নির্দোষ। পাশাপাশি হৈমন্তী কোথায় আছে সেবিষয়েও কিছু জানেন না বলেই দাবি গোপালের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর