এগরার সমবায় ভোটে গো হারা হারল তৃণমূল! তাজপুরে ধুয়ে সাফ বিরোধী শিবির

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে জোর ধাক্কা শাসকদলে। নন্দকুমার মডেল এবার এগরায় (Egra)। সমবায় ভোটে খাতাই খুলতে পারলনা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। উল্টে জয় জয়কার সিপিএম, বিজেপির (CPM-BJP)। অন্যদিকে একেবারে বিপরীত চিত্র, মহিষাদলের তাজপুর সমবায়ের। সেখানে মোট ১২ টি আসনের মধ্যে সবকটিতেই ফুটল জোড়াফুল।

পঞ্চায়েত ভোট পূর্বে একদিকে যেমন এগরায় যেমন রীতিমতো চাপ বাড়ল শাসকদলের তেমনি অন্যদিকে মহিষাদলের বিপুল জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ। পূর্ব মেদিনীপুরে এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয়ী প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিরা। সেখানের ৯ টি আসনের নটি তেই জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা।

cpm bjp flag

প্রসঙ্গত, নস্করপুর সমবায় সমিতির ৯ টি আসনে মোট ভোটার সংখ্যা ৯২৪। ভোট পড়েছিল ৮২৭ টি। ভোট পক্রিয়া সুষ্ঠভাবে করার জন্য এদিন সকাল থেকেই আটবাটি হাইস্কুলে কড়া নিরাপত্তা ছিল। পাশাপাশি এলাকায় মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ। শাসকদলকে পরাজিত করে জয়ের আনন্দে মেতে ওঠে রাম-বাম। গেরুয়া আবির দিয়ে জয় উদযাপন করে বিজেপি বাহিনী।

পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে সিপিএমের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এভাবেই তৃণমূলকে পরাজিত করে লাল পতাকা উত্তোলন করবেন তারা। যদিও বিরোধীদের জয় বা মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। অন্যদিকে, মহিষাদলের তাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির চিত্র একেবারেই ভিন্ন। সেখানে সবুজে সবুজ চারিদিক।

tmc flag

সেখানে মোট ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই জয়লাভ করেছে তৃণমূল। সমিতির মোট ভোটারের সংখ্যা ৫৯৫। পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল এই জয়ে উচ্ছাসিত শাসকদল। এত বড় জয়ে তৃনমূলের সংগঠন আরও শক্তিশালী হল বলেই মনে করছেন তারা। প্রসঙ্গত, সেখানে মোট আসনের ১১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল। আর সবকটিই জয়লাভ করে তারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর