কাটলো ৫ বছরের ট্রফি খরা! ক্যাসেমিরোর স্পর্শে মাঠে ফুল ফোটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষবার ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) যখন কোনও ট্রফি জিতেছিল তখন কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe), এরলিং হাল্যান্ডের (Erling Haaland) মতো উঠতি এবং পরবর্তী প্রজন্মের সবচেয়ে বড় তারকা হওয়ার দৌড়ে থাকা ফুটবলাররা ফুটবল বিশ্বে পরিচিত ছিলেন না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির (Lionel Messi) মতো মহাতারকারা তখন লা লিগায় দাপিয়ে বেড়াচ্ছেন। ইপিএলে ম্যানচেস্টার সিটির একচেটিয়া দাপট তখনও শুরু হয়নি। জোসে মৌরিনহোর (Jose Mourinho) কোচিংয়ে ২০১৬/১৭ মরশুমে তারা জিতেছিল কমিউনিটি শিল্ড, ইউরোপা লিগ এবং ইংলিশ লিগ কাপ।

এরপরে টেমসের মধ্যে দিয়ে অনেক জল বয়ে গেছে। একাধিকবার কোচ বদল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাবে ফিরেছেন, নিজের দক্ষতার ঝলক দেখিয়েছেন, ম্যানেজমেন্টের সাথে ঝামেলায় জড়িয়ে ক্লাব ছেড়েছেন। মাঝের এই ৫ বছরে একাধিক খারাপ সময়ের সাক্ষী থাকতে হয়েছে ইউনাইটেড ভক্তদের। কিন্তু অবশেষে সেই সমস্ত খারাপ সময়ের অবসান হয়েছে এবং ডাচ কোচ এরিখ টেন হাগের হাত ধরে ট্রফি খরা কেটেছে রেড ডেভিলসদের।

কাল ইংলিশ লিগ কাপের ফাইনালে নিউক্যাসেলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ব্রুনো ফার্নান্দেজরা।নিউক্যাসেলের মালিকানার বদলের পর থেকে তারা যথেষ্ট উন্নতি করেছে। কিন্তু এখনো সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার মতো ক্ষমতা তাদের তৈরি হয়নি সেটা কাল আরও একবার প্রমাণিত হয়ে গেল। ২-০ ফলে ম্যাচ ও ট্রফি জিতেছে রেড ডেভিলসরা।

man u vs newcastle

আর এর জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব যে ফুটবলারকে দেওয়া হচ্ছে তিনি হলেন ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো। রিয়াল মাদ্রিদের হয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলিয়ান তারকা চলতি মরশুমের শুরুতে এসেছেন ওল্ড ট্র‍্যাফোর্ডে। যেদিন থেকে তাকে দলে নিয়মিত খেলাতে শুরু করেছেন টেন হাগ তখন থেকে দলের চিত্রটাই যেন বদলে গিয়েছে।

গত মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেড মাঝমাঠে যে জমাট বাঁধনের অভাব ভোগ করেছিল, যার জন্য রোনাল্ডোর মতো মহাতারকা নিজের সেরা পারফরম্যান্স করলেও সেটি দলের খুব বেশি কাজে লাগেনি, সেই বাঁধনটাই যেন ম্যানচেস্টার ইউনাইটেডকে যোগান দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। কাল নিজে গোলও করেছেন প্রথমার্ধে। অপর গোলটি ছিল আত্মঘাতী। অনেকেই বলেছিলেন রিয়াল মাদ্রিদে টানা ট্রফি জিততে থাকা ব্রাজিলিয়ান তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে এসে হতাশ হয়ে পড়বেন। তাদের সকলকে ভুল প্রমাণ করে নিজের প্রথম মরশুমেই ক্লাবকে সাফল্য এনে দিলেন ক্যাসেমিরো।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর