শাসকদলের নেতার কীর্তি ফাঁস! অটো চুরির অভিযোগে পাকড়াও TMC অটো ইউনিয়নের সম্পাদক

বাংলা হান্ট ডেস্কঃ নেতা যখন চোর! বিগত কিছুমাস ধরে একের পর এক দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। এরই মধ্যে কামারহাটি ও খড়দহের বিভিন্ন এলাকা থেকে অটো চুরি যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এমনটাই অভিযোগ উঠে আসছিল। একে একে সেসব অটোচালকদের অভিযোগ জমা পড়ছিল খড়দহ থানায়। তবে চোরের নাগাল পাচ্ছিল না স্থানীয় পুলিশ।

সম্প্রতি আরেকটি অটো চুরি যাওয়ায় কিছুটা সন্দেহ হয় পুলিশের। তদন্তে নামে পুলিশ ম এরপরই কিনারা হয় রহস্যের। পুলিশ জানতে পারে এতদিন ধরে চলতে থাকা অটো চুরির পেছনে আর কেউ নয়, হাত রয়েছে খোদ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অটো ইউনিয়নের সম্পাদকের (Auto Union Leader)। খবর সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, কয়েকমাস ধরে ৪-৫ টি অটো চুরি গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে শুরু করলে পুলিশ জানতে পারে ডানলপ থেকে ব্যারাকপুর রুটের তৃণমূল অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ এই অটো চুরির ঘটনার সঙ্গে জড়িত। এরপরই গোপন অভিযান চালিয়ে অটো সহ সেই নেতাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।

ঘটনা চাওর হতেই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। এই প্রসঙ্গে, বিজেপি নেতা জয় সাহা বলেন, “বিভিন্ন জায়গায় দৌরাত্ম চালাচ্ছে এই ধরনের তৃণমূলের নামধারী নেতারা। আর কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটেছে, সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে। এই রকম কাণ্ড তৃণমূলের নামধারী নেতা ছাড়া আর কারও পক্ষে ঘটানো সম্ভব নয়।”

tmc leader

ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। চুরি যাওয়া বাকি অটো কোথায় আছে তার খোঁজ চালাচ্ছে তারা। পাশাপাশি এই চুরি চক্রে আর কে কে জড়িত সেটাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে অটো খড়দহ পুরসভার পুরপ্রধান সায়ন মজুমদার বলেন, “যে দোষ করবে সে উপযুক্ত শাস্তি পাবে। পুলিশ পুলিশের কাজ করবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর