‘কুন্তল ঘোষের টাকায় সিনেমা বানিয়েছি, ED-CBI তদন্ত করুক’, বিষ্ফোরক টলি প্রযোজক

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের পুরুষ কঙ্গনা রানাওয়াত বলা যায় প্রযোজক রানা সরকারকে (Rana Sarkar)। স্পষ্টবক্তা বলে সুখ্যাতি এবং কুখ্যাতি দুই রয়েছে তাঁর। বিতর্কও কম হয় না প্রযোজকের মন্তব্য নিয়ে। বিষ্ফোরক বয়ান দিয়ে লাইমলাইট কেড়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। এবার নিজের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চেয়ে বসলেন রানা।

গত বছর থেকেই রাজ্যে দফায় দফায় হানা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের দুই তদন্তকারী সংস্থা। টেট দুর্নীতি, চাকরি দুর্নীতি ইস্যুতে একের পর এক নাম সামনে আসছে। তার মধ্যে বেশিরভাগই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী, কর্মী বা ঘনিষ্ঠ। প্রত্যেকের পেছনেই লেগেছে ইডি সিবিআই। রাঘব বোয়ালদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেউ যে স্বেচ্ছায় নিজের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের দাবি করতে পারে তা এই প্রথম দেখা গেল।

Rana 1

এই কাণ্ডটা ঘটিয়েছেন প্রযোজক রানা সরকার। আসলে সম্প্রতি টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছড়িয়েছে, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর নাকি ফাঁপড়ে পড়েছেন তিনি। কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ায় সিনেমা বানানোর টাকা নাকি পাচ্ছেন না রানা। এবার নিজেই গুঞ্জনের উত্তর দিলেন প্রযোজক।

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘শুনলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুজব আমি নাকি কুন্তল ঘোষের টাকা নিয়ে সিনেমা বানাই, তাই আমি এখন আর কোনো সিনেমা বানাতে পারবো না। আমি ED/CBI তদন্তকারীদের অনুরোধ করছি আমি কার টাকা নিয়ে সিনেমা বানাই সেই নিয়ে তদন্ত করুন।’

এরপর তিনি আরো লিখেছেন, ‘সবাই সবাইকে চিটিংবাজ/ফ্রড ভাবে, তাই স্বত্বঃপ্রনোদিত ভাবে আমি এই তদন্তের মুখোমুখি হতে চাই, সঙ্গে আমি যা জানি সব জানাতে চাই তদন্তকারীদের। আসুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক’।

কমেন্ট বক্সে অবশ্য অনেকে আওয়াজ দিয়েছেন, ‘ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি’ ধরণের ব্যাপার হয়ে যাচ্ছে। কেউ আবার লিখেছেন, রানা সরকার কুন্তল ঘোষের মতো চুনোপুঁটির কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাবে! একান্তই নিতে হলে কালীঘাটের কাকুর কাছ থেকে নিত। কয়েকজন অবশ্য প্রযোজকের পাশেও দাঁড়িয়েছেন।

রানা সরকার অবশ্য স্বীকার করে নিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে অসৎ পথেও সিনেমা তৈরি হয়। তবে তাঁর মতো কিছু প্রযোজক এখনো রয়েছেন যারা নিজেদের কষ্টার্জিত, পরিশ্রমের টাকা দিয়ে সিনেমা বানান। প্রয়োজনে তিনি সমস্ত প্রমাণ দেখাতে পারবেন বলে জানান রানা।


Niranjana Nag

সম্পর্কিত খবর