‘জ্যোতি বসুর সম্পর্কে কুকথা বললে কী হত?” কৌস্তভ মামলায় বয়ান তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক : গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য। তারপরই গ্রেফতার হন রাজ্য কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। শেষপর্যন্ত আজই জামিন পেলেন তিনি। এরপরই এই প্রসঙ্গে সরব তৃণমূল কংগ্রেস (Trimamool Congress)। মহিলা বিদ্বেষী কথা যারা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন শশী পাঁজা (Sashi Panja)।

আজ শনিবার সাংবাদিকদের সামনে শশী পাঁজা বলেন, ‘গোটা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা তাঁকে ভোট দিয়েছেন এবং যাঁরা ভোট দেননি তাদের সবার মুখ্যমন্ত্রী তিনি। কেউ তাঁকে মা হিসেবে দেখেন, কেউ অভিভাবক হিসেবে দেখেন, কেউ দিদি হিসেবে বা কেউ মেয়ে হিসেবে দেখেন। আজ তারা সবাই মর্মাহত। দেখলাম একজন লোক বিভিন্ন চ্যানেলে গেল ও বিভিন্ন সংবাদ মাধ্যমে লজ্জাজনক মন্তব্য করল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। ওই কথা শুনে সবাই বলছেন তারা সবাই লজ্জিত।’

এদিন শশী পাঁজা আরও বলেন, ‘দেশে মহিলাদের ক্ষমতায়ন কেউ যদি করে থাকেন তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে কন্যাশ্রী দেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় সেই রাজ্যে মহিলাদের আজ ওইসব মন্তব্য! শুনে কী মনে হবে বলুন তো? কৌস্তভ বাগচীর মন্তব্যে প্রত্যেকে মর্মাহত। গোটা ঘটনায় আমরা ভীষণ ভাবে লজ্জিত ৷ মহিলাদের ক্ষমতায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

shashi 2

তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসাবে, কৌস্তভ যে ধরণের মন্তব্য করেছেন তা যথাযথ নয়। শশী পাঁজার স্পষ্ট কথা, ভালো কথা বলার স্বাধীনতা সবার আছে ৷ তা বলে কুকথা বলার স্বাধীনতা নেই৷  আমরা মনে করি রোদ্দুর রায় আর কৌস্তভ বাগচীর সমান অপরাধ করেছে। আইনি ব্যবস্থা বলছেন? মহিলার বিরুদ্ধে কুকথা বলেছেন তাই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জিরোকে হিরো বানানোর চেষ্টা করিনি আমরা।’

রাজ্যের মন্ত্রী এদিন আরও বলেন, ‘একটু পিছিয়ে যান, জ্যোতি বসু বা বাম নেতাদের সম্পর্কে বিরোধীরা বা কেউ কিছু কথা বলতো  তাহলে খালের কাছে তাদের দেহ পড়ে থাকত। পরিবর্তনটা কি জানেন? গণতন্ত্র যা বলে, আইন যা বলে সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। আমরা ওঁকে মা হিসেবে দেখি। মায়ের অপমান আমরা সহ্য করব না।’

Sudipto

সম্পর্কিত খবর