বাংলা হান্ট ডেস্ক : হুহু করে গরম ও শুকনো বাতাস রাজ্যে ঢুকছে। বাড়ছে তাপমাত্রা। রাজ্যের পশ্চিম দিকে আসানসোল, বাঁকুড়ায় (Bankura Summer) তাপমাত্রা ইতিমধ্যেই ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে পৌঁছে গেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ৩৪ ছুঁই-ছুঁই। এরই মধ্যে কিছু রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আই এম ডি (IMD)। যার জেরে মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে আগামী কয়েকদিন।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৮°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%
কলকাতার আবহাওয়া : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত শনিবার যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আজ সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি ছয় জেলার আবহাওয়াও শুকনো থাকার পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : এদিকে দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ মঙ্গলবার সকালের মধ্যেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী বুধবার থেকে শুক্রবারে মধ্যে ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এর জেরে এই দুই রাজ্যের সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
আইএমডির সতর্কতা : কিছু রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আই এম ডি-র সর্বশেষ সতর্কতায়। মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে আগামী কয়েকদিন। ইতমধ্যেই চড়চড় করে বাড়তে থাকা গরমে এই সতর্কতা নিঃসন্দেহে সুখবর। পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এরই সঙ্গে, মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ, গুজরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।