বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর অস্কারের (Oscars 2023) মঞ্চে জয়জয়কার হয়েছে ভারতের। গানের বিভাগে সেরা শিরোপা পেয়েছে রাজামৌলি পরিচালিত ‘আরআআর’ (RRR) ছবির নাটু নাটু (Natu Natu) গান। দক্ষিণী ইন্ডাস্ট্রি (South Movie) থেকে শুরু করে বলিউড (Bolloywood) সকলেই অভিনন্দন জানিয়েছেন ছবির পুরো টিমকে। এমনকি ছবির এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনিও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন গোটা টিমকে।
তবে এতকিছু মধ্যেও বিতর্ক ছাড়লো না পিছু। বিস্ফোরক অভিযোগ উঠল ‘আরআরআর’ ছবির টিমের বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শান মিট্টাথুল। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরেই আমি জানতাম ভারতে পুরস্কার কেনা যায়। তবে এবার দেখছি টাকা থাকলে সব কিছুই হয়। কেনা যায় অস্কারও’।
তবে কেবলমাত্র শান মিট্টাথুল নন। এই ছবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির আর এক পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ। তাঁর অভিযোগ, অস্কার প্রমোশনের জন্য ৮০ কোটি টাকা খরচ করেছেন রাজামৌলি। এই টাকা দিয়ে ১০ টি ছবি তৈরি করা যেত বলেও দাবি করেন তিনি।
View this post on Instagram
এক কথায় বলা চলে আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলেছে জনপ্রিয় গান ‘নাটু নাটু’। ঘরে এসেছে দু দুটি অস্কার। সোমবারে সকালটা শুরুই হয়েছিল সুখবর দিয়ে। একদিকে গানের তালিকায় সেরা শিরোপা দিতে নিয়েছে নাটু নাটু আর অন্যদিকে সেরা তথ্য চিত্র হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ‘দ্যা এলিফ্যান্ট হুইসপারার্স’।
এই ছবির প্রযোজনার দায়িত্ব সমেছেন গুণীত মোঙ্গা। পরিচালনার দায়িত্বে ছিলেন কার্তিকী গনসালভেজ। জানা যাচ্ছে, এই প্রথমবার বিশ্বের মঞ্চে ভারতীয় ছবি অস্কার পেল। আর এতেই খুশির হাওয়া বইছে বিনোদন জগৎ জুড়ে।