বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। এমনকি, দীর্ঘদিন ধরে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমাও ছিল তাঁরই কাছে। গত বছরই তিনি টুইটার (Twitter) কিনেছিলেন। পাশাপাশি, তিনি তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায় প্রতিদিনই থাকেন খবরের শিরোনামে।
সেই রেশ বজায় রেখেই এবার ফের ইলন মাস্ককে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে, এবার এই চর্চার পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ। যেটি যা জানলে অবাক হয়ে যাবেন আপনিও। মূলত, এবার প্রতিবেশী দেশ পাকিস্তানেই খোঁজ মিলল মাস্কের! হ্যাঁ, প্রথমে শুনে চমকে উঠেলেও এবার ঠিক এই বিষয়েই তোলপাড় হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি মিম (Meme) ভাইরাল হয়েছে। যেখানে টুইটারের মালিক ইলন মাস্ককে সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় এবং রুক্ষ-সুক্ষ চুলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তাঁকে একজন পাকিস্তানি নাগরিক হিসেবেই দেখানো হয়েছে। শুধু তাই নয়, সেই ছবিতে তাঁকে পাকিস্তানের রাস্তায় একজন গরিব মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। তবে, বলাই বাহুল্য যে, তিনি আসল মাস্ক নন।
ইলন খান নামে ডাকা হচ্ছে: এদিকে, ওই ভাইরাল হওয়া মিমে ইলন মাস্ককে ইলন খান হিসেব অভিহিত করা হচ্ছে। ছবিতে তাঁকে পাকিস্তানের বাজারে ফল কিনতে দেখা গেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে পাকিস্তানে মুদ্রাস্ফীতি এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দাম জনগণকে রীতিমতো জর্জরিত করেছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই মিমটি তৈরি করা হয়েছে।
https://twitter.com/Shykh_Beera15/status/1639566819173314560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1639566819173314560%7Ctwgr%5E2bb3695269872aa710a5aff443258e113dbdb6f3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-709349854696428220.ampproject.net%2F2303151529000%2Fframe.html
কি বলা হয়েছে ক্যাপশনে: মূলত, পাকিস্তানে পবিত্র রমজান মাসে ইফতারের জন্য ফল চাট খাওয়া সাধারণ একটি ব্যাপার। তবে, বর্তমানের ক্রমবর্ধমান দাম জনগণের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, ছবিটি নেটমাধ্যামে সামনে এনে সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, “পাকিস্তানে ফ্রুট চাটের জন্য ফল কেনার পর ইলন মাস্কের এহেন অবস্থা”। ইতিমধ্যেই এই মিমটি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। পাশাপাশি, নেটিজেনরাও ছবিটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন, ইলন মাস্ক পাকিস্তানের দরিদ্রদের মধ্যে সময় কাটাচ্ছেন। কেউ কেউ আবার লিখেছেন, পাকিস্তানে মুদ্রাস্ফীতি এতই বেশি যে এখন সেখানে শুধু মাস্কের মতো ধনী ব্যক্তিরাই ফল কিনতে পারবেন।