ফিরিয়ে দিতে হবে লগ্নিকারীদের পাঁচ হাজার কোটি, সাহারা গ্রুপকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্ক: সাহারা গ্রুপের (Sahara Group) লগ্নিকারীদের জন্য সুখবর শোনাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আপনিও যদি সাহারা গ্রুপে বিনিয়োগ করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সাহারা গ্রুপের জট খুলছে। লগ্নিকারীরাও অবশেষে আশার আলো দেখছেন। বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI -র কাছে ২৪ হাজার কোটি টাকা জমা রেখেছে সাহারা গ্রুপ। সেই বিপুল পরিমাণ অর্থের থেকে ৫ হাজার কোটি টাকা লগ্নিকারীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আদালত।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সাহারা গ্রুপকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবেদনে সাহারা গ্রুপের দ্বারা জমা করা অর্থ লগ্নিকারীদের মধ্যে বিতরণ করে দেওয়ার জন্য সেবি-র অনুমোদন চাওয়া হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে স্বভাবতই খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে লগ্নিকারীদের মধ্যে। 

sebi sahara

আদালতের এই নির্দেশের জেরে অবশেষে আটকে থাকা অর্থ ফেরত পাবেন প্রায় ১.১ কোটি লগ্নিকারী। এদিন বিচারপতি এম আর শাহ এবং সি টি রবিকুমারের একটি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তাঁরা জানিয়েছেন, পাঁচ হাজার কোটি টাকা বিতরণ করা উচিত লগ্নিকারীদের মধ্যে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, গোটা প্রক্রিয়াটি পর্যক্ষণ করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি। 

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বকেয়া টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছিল সেবি। বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, সাহারা ইন্ডিয়া রিয়্যাল এস্টেট কর্পোরেশন, গ্রুপের প্রধান সুব্রত রায় এবং অন্যান্যদের থেকে সুদ বাবদ বকেয়া ৬.৫৭ কোটি টাকা আদায় করা হয়েছে। ঐচ্ছিকভাবে সম্পূর্ণ রূপান্তরযোগ্য ডিবেঞ্চার ইস্যুতে বেনিয়ম সম্পর্কিত একটি বিষয়ে এই টাকা আটকে ছিল। সেটি অবশেষে পুনরুদ্ধার করতে পেরেছে সেবি। 

এরপর আজ সুপ্রিম কোর্ট সাহারা গ্রুপকে লগ্নিকারীদের ৫ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। সাহারার বিরুদ্ধে ওএফসিডি ইস্যুতে কিছু নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, লগ্নিকারীদের সঙ্গেও সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখেনি সাহারা। সংস্থায় বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে পূর্ণ তথ্য দেওয়া হয়নি বিনিয়োগকারীদের। যা সম্পূর্ণ বেআইনি একটি কাজ। এই লঙ্ঘনের জন্য ২০২২ সালের জুন মাসে সাহারা প্রধান ও অন্যান্যদের উপর ৬ কোটি টাকা জরিমানা আরোপ করেছিল। সেই অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেবি।

Subhraroop

সম্পর্কিত খবর