বাংলা হান্ট নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য আইপিএলের (IPL 2023) শুরু থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের যোগ দিতে পারবেন না সাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং লিটন দাস (Liton Das)। পরে জানা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের একেবারেই ছাড়তে রাজি না থাকলেও সেই নীতি থেকে নরম হয়েছেন তারা। ৮ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে। তারপর তাদেরকে আইপিএলের যোগ দেওয়ার জন্য ছাড়া হবে।
যদিও গোটা আইপিএল খেলতে পারবেন না বাংলাদেশছর ক্রিকেটাররা। ১লা মে পর্যন্ত আইপিএলের যে কটা ম্যাচ তাদের ফ্র্যাঞ্চাইজিগুলি খেলবে, সেগুলিতে অংশ নিয়ে তারপর আবার বাংলাদেশ ফিরে যেতে হবে তাদের। কারণ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আরম্ভ হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ যা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে প্রভাব ফেলবে। সেখানে শাকিব, লিটনদের মতো তারকাদের ছাড়া নামতে চায় না বাংলাদেশ।
আইপিএলে খুব সামান্য সময়ের জন্য হলেও আসছেন ওই দুই জন তারকা। কেকেআরের হয়ে তারা যদি ম্যাচ খেলতে সুযোগ পান তাহলে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য মরিয়া হয়ে থাকবেন দুই বাংলাদেশি ক্রিকেটারই। আর আইপিএল শুরু ঠিক আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি বিধ্বংসী হাফ সেঞ্চুরি করে কেকেআর ভক্তদের বার্তা দিলেন লিটন দাস।
আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ঝড়ো ব্যাটিং করে মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছেন লিটন। তারপর নিজের শতরানের দিকেও এগিয়ে চলেছিলেন তিনি কিন্তু শেষপর্যন্ত ৪১ বলে ৮৩ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। আইপিএলে যদি কেকেআরের হয়ে ওপেন করার সুযোগ পান তাহলে তিনি যেন এমন ফর্ম ধরে রাখেন এটাই আশা করবেন কলকাতা নাইট রাইডার্সের কট্টর ভক্তরা।
লিটন দাসের আজকের অর্ধশতরানটি ছিল কোনও বাংলাদেশী ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম শতরান। প্রতিবেদনটি লেখার সময় মাত্র ১৭ ওভার খেলে ২০২ রান তুলে ফেলেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে বৃষ্টির কারণে এই ম্যাচটি দেরিতে আরম্ভ হয়েছে এবং দুই দল ২০ ওভারের বদলে ১৭ ওভার করে ব্যাটিং করবে।