‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে CBI’, চাঞ্চল্যকর দাবি কুন্তলের

বাংলা হান্ট ডেস্ক : আজ বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এদিন কুন্তল বলেন, ‘আমায় নেতাদের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। চেষ্টা হচ্ছে যাতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলি।’ ঘটনাচক্রে, গতকাল বুধবার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে এমন দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) তিনি বলেন, গুজরাতে ভুয়ো সংঘর্ষ মামলায় জিজ্ঞাসাবাদের সময়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম করার জন্য সিবিআই (CBI) তাঁকে চাপ দিচ্ছিল।

বুধবার শহিদ মিনারের সভা থেকে এই সম্ভাবনার কথাও বলেছিলেন।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেছিলেন, ‘সেই সারদার সময় থেকে আমার নাম জড়ানোর চেষ্টা হচ্ছে। কুণাল ঘোষ, মদন মিত্রকে জিজ্ঞেস করুন। ওঁদের বলা হয়েছিল অভিষেকের নাম বলতে।’ দেখা গেল এদিন ইডির বিরুদ্ধে সেই অভিযোগ তুললেন কুন্তল। তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বললে আমাদের বুক চওড়া হয়। কিন্তু ওঁর নাম করতেই চাপ দেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে বিজেপির এক মুখপাত্র বলেন, ‘কুন্তল এখন জেলে রয়েছেন। ভাইপোর পুলিস এসব স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেটাই উনি মুখস্থ বলছেন। অপরদিকে তৃণমূল মুখপাত্র তাপস রায় বলেন, ‘সিবিআই যে এরকম চাপ দেয় সে কথা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিজেই বলেছেন। ওঁর অভিজ্ঞতা থেকে বলছেন। ফলে তারা যে চাপ দিয়ে নাম বলানোর চেষ্টা করছে বা করবে সেই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না।’

kuntal ghosh

কুন্তল জেলে থাকা অবস্থায় বহু নামই বলেছেন। কখনও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম বলেছেন আবার কখনও কামদুনির মৌসুমী কয়ালের নাম জানিয়েছেন আধিকারিকদের। হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী। আর মৌসুমী তাপস মণ্ডলের অফিসে চাকরি করতেন। অবশ্য এঁদের কাউকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও তলব করেনি বলে জানা যাচ্ছে।

কুন্তলের এই একটার পর একটা নাম আউড়ে যাওয়াকে আবার কটাক্ষ করেছেন অপর অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এসব করে নজর ঘোরানো হচ্ছে। এই করে কুন্তল নিজের টাকা অন্য রাজ্যে পাচার করে দিচ্ছে। তবে এদিন যে দাবি কুন্তল করেছেন তা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর