KKR বনাম PBKS, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে নাইটরা! আজ নজর কাদের ওপর?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে আইপিএল ২০২৩-এর (IPL 2023)। প্রথম ম্যাচ দেখে দর্শকরা যথেষ্টই বিনোদন উপহার পেয়েছেন। এরপর আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। অ্যাওয়ে ম্যাচে চোট-আঘাতে বিধ্বস্ত নাইটরা কি শিখর ধাওয়ানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।

পরিসংখ্যান বলছে যে আজ পর্যন্ত দুই দল ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে ২০ বার। কিন্তু এবার পরিস্থিতি একটু অন্যরকম। চোটের জন্য শ্রেয়স আইয়ার সহ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না নাইটরা। অনভিজ্ঞ অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে মাঠে নামবে তারা। অপরদিকে পাঞ্জাব আজ দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকে না পেলেও বিপজ্জনক ইংলিশ অলরাউন্ডার স্যাম ক্যারানকে নিয়েই মাঠে নামবে। আজকের ম্যাচে খাতায়-কলমে হোম টিমই এগিয়ে।

নজর কাদের ওপর: আজ পাঞ্জাবের তারকা হয়ে উঠতে পারেন দুইজন ক্রিকেটার। হলেন শ্রীলংকার আগ্রাসী ব্যাটার ভানুকা রাজাপক্ষ। দ্বীপরাষ্ট্রের হয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেট খেলে আসছেন তিনি। মাঝের ওভারগুলিতে রানের গতি বাড়ানোর দায়িত্ব থাকবে তার ওপর। সেই সঙ্গে স্যাম ক্যারানের বোলিংয়ের ভ্যারিয়েশন সামলাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। অপরদিকে নাইট রাইডার্স আজও অনেকটা নির্ভর করবে আন্দ্রে রাসেলের ওপর যিনি একা ব্যাট বা বল হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন। সেই সঙ্গে নতুন বল হাতে নিউজিল্যান্ডের পেসার সাউদির ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

পিচ রিপোর্ট: মোহালির পিসিএ স্টেডিয়ামের পিচ সব সময় ফাস্ট বোলারদের সাহায্য করে থাকে। যদিও আইপিএলে খুব মারাত্মক পিচ প্রস্তুত করা হবে না এমনটা সকলেই জানেন। ইনিংস আরম্ভ হওয়ার সময় হয়তো পেসাররা বেশ কিছুটা সাহায্য পাবেন কিন্তু খেলা যত এগোতে থাকবে ততই ব্যাটিংয়ের জন্য উপযোগী হয়ে যাবে পিচ।

কেকেআর সম্ভাব্য একাদশ: নারায়ণ জগদিশন (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারায়ন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

পাঞ্জাব সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, স্যাম ক্যারান, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, ন‍্যাথান ইলেশ, রাহুল চাহার

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর