বাংলা হান্ট ডেস্ক : আগামী তিনদিনে গোটা দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারত, কেরল, তামিলনাড়ু, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে বিচ্ছিন্ন ভারী বর্ষণের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গেও (West Bengal Weather Update)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৩%
কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। গত রবিবার যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের আট জেলাতেই আজ বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আজ। উত্তরবঙ্গে আগামী পাঁচদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরে জানাচ্ছে, বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টি হতে পারে বীরভূম এবং পূর্ব বর্ধমানেও। তবে এছাড়া আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। এই পরিস্থিতিতে আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ওয়েদার অফিস।
আগামীকালের আবহাওয়া : আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি বেশি হতে পারে। ইতিমধ্যে শনিবারের তুলনা রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর।