দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম দিচ্ছে বন্দুকধারী দুষ্কৃতী! ক্ষেপে গিয়ে ভাংচুর চালালেন তৃণমূল নেতাই

বাংলা হান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের দুয়ারে সরকার প্রকল্প। ক্যাম্পে আছে, কিন্তু দেখা নেই সরকারি আধিকারিকদেরই। ওদিকে ফর্ম নিয়ে টহল দিচ্ছে এক বন্দুকধারী দুষ্কৃতী। এই অভিযোগে ক্যাম্পে ভাঙচুর চালালেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথিমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারি সুবিধা পেতে আগে থেকেই সেখানে জমা হতে শুরু করে সাধারণ মানুষ। বেলা সাড়ে এগারোটা নাগাদ সরকারি কর্মীরা দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হন। কিন্তু ক্যাম্প চালু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্রর পরিমাণ ছিল কম। বহু দূর থেকে আসা গ্রামবাসিরা ফর্ম না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

   

tmc 2

এদিকে দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃনমূল অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনি ক্যাম্পে হাজির হন। দেরিতে ক্যাম্প চালুর পরেও সাধারণ মানুষ সরকারি প্রকল্পের ফর্ম না পাওয়ায় ক্যাম্পের চেয়ার – টেবিল ভাঙচুর শুরু করেন তিনি। এর জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ইসলামপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

আগডিমটি খুন্তি অঞ্চলের সরকারি আধিকারিক সাগরাম সোরেন জানান, ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম আছে। তবে কোন টেবিলে কী সুবিধা পাওয়া যাচ্ছে তা লিখে দেওয়া হয়নি। যার জেরে অনেকে সমস্যায় পড়ছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এই প্রসঙ্গে, তৃণমূলের অঞ্চল সভাপতি অভিযোগ করে বলেন, ‘একে তো মানুষ রোজা রেখে সরকারি সুবিধা পেতে রোদের মধ্যে অপেক্ষা করছেন। যাও বা ক্যাম্প চালু হল দেখি সরকারি ফর্ম বিলি করছে এক বন্দুকধারী দুষ্কৃতী। তখনও বেশ কয়েকটি টেবিলে সরকারি কর্মচারীরা এসে পৌঁছননি। আমি সেই টেবিল গুলি ফেলে দিয়েছি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর