‘অশালীন ভাষা, উস্কানি” রিষড়া কাণ্ডে রিপোর্ট পেশ পুলিশের! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : রিষড়াকাণ্ডে পুলিশের রিপোর্ট জমা পরল কলকাতা হাইকোর্টে (Highcourt)। পুলিশের পক্ষ থেকে সেই রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রিপোর্টে পুলিশ জানিয়েছে, গত ২ এপ্রিল রামনবমীর মিছিল থেকে অশালীন ভাষা প্রয়োগ করা হয় স্থানীয়দের উদ্দেশ্যে। সেই মিছিলে প্রদর্শন করা হয় তলোয়ার, আগ্নেয়াস্ত্র। বেআইনিভাবে বাজানো হয় ডিজে। এমনকি মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ পুলিশের।

স্থানীয়রাও এমন পরিস্থিতিতে পাল্টা মিছিলের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। সূত্রের খবর থেকে আরোও জানা যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ এপ্রিল পুলিশের একটি বিশাল বাহিনী পৌঁছায় ৪ নম্বর রেলগেট এলাকায়। সেখানে ৪০০ থেকে ৫০০ স্থানীয় মানুষ জড়ো হয়। তারা অশালীন মন্তব্য করতে থাকে পুলিশের উদ্দেশ্যে।

এমনকি ইট,পাথর ছোড়া হয় পুলিশকেও। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে ডাকা হয় অতিরিক্ত বাহিনীকে। বিশাল পুলিশবাহিনী শান্ত করার চেষ্টা করে উন্মত্ত জনতাকে। কিন্তু পরবর্তীকালে জনতা আক্রমণ করে পুলিশকে। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। সরকারি সম্পত্তি ক্ষতি করা হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাস, স্ট্যাম্প গ্রেনেড, রবার বুলেট ব্যবহার করে। এমনকি জনতা পুলিশকে হুমকি দিয়ে আগ্নেয়াস্ত্র দেখায়।

rishra

দুপক্ষের সংঘর্ষ আহত হন কিছু পুলিশ কর্মী। পুলিশের পক্ষ থেকে আজ আদালতে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জমা দেওয়া হল। প্রসঙ্গত, গত ২ এপ্রিল রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রিষরার (Rishra) ৪ নম্বর রেলগেট এলাকায় শুরু হয় অশান্তি। এদিন সেই ঘটনা রিপোর্ট চন্দননগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে হাইকোর্টে জমা দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা পড়েছে আজ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর