‘এত সহজে অবসর নয়, টাকার জন্য দৌড় করাব ওদের’, তরুণ অভিনেতাদের হুমকি সলমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের মধ্যে এখন নতুন পুরনো মিশিয়ে বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন। তিন খানের পাশাপাশি অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো প্রবীণ এবং অভিজ্ঞ অভিনেতা যেমন রয়েছেন, তেমনি এসেছেন অনেক তরুণ অভিনেতাও। কিন্তু প্রবীণ সুপারস্টারদের কাছে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছেন নতুনরা।

সুপারস্টারের কনসেপ্ট অনেক আগেই তৈরি হয়েছিল বলিউডে। সেই ধারা সফল ভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন শাহরুখ (Shahrukh Khan), সলমন (Salman Khan), আমিররা। কিন্তু তরুণ অভিনেতাদের মধ্যে এখনো সেভাবে কেউ এই তকমা অর্জন করে উঠতে পারেননি। এর আগে অবশ্য একাধিক বার শোনা গিয়েছে যে খানদের সময় শেষ। কিন্তু শাহরুখের পাঠান সব হিসেব বদলে দিয়েছে।

shahrukh salman

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সরাসরি তরুণ অভিনেতাদের চ্যালেঞ্জ ছোঁড়েন সলমন। তিনি বলেন, ‘তরুণ অভিনেতারা সকলেই খুব পরিশ্রমী। সকলেরই লক্ষ্য স্থির। কিন্তু আমরা পাঁচজন অত সহজে জায়গা ছাড়ব না। এই পাঁচজন কারা? শাহরুখ, আমির, আমি, অক্ষয় এবং অজয়। ওদের টাকার জন্য দৌড় করাব। আমরা এত তাড়াতাড়ি অবসর নিচ্ছি না’।

এখানেই শেষ নয়। সলমন কটাক্ষ শানিয়ে বলেন, তাঁদের ছবি হিট হওয়ার পর তাঁরা পারিশ্রমিক বাড়ান। সেই দেখে তরুণরাও নিজেদের পারিশ্রমিক বাড়াতে শুরু করে দিয়েছেন, সে তাঁদের ছবি ফ্লপ হলেও। পাশাপাশি ভাইজান আরো বলেন, এখন হিন্দি ছবি চলে না কারণ সেগুলো ভুল ভাবে তৈরি হয়েছে।

পরিচালকদের একহাত নিয়ে তিনি বলেন, তাঁদের মনে হয় দেশটা অন্ধেরি থেকে কোলাবা পর্যন্ত। আসলে বিষয়টা একেবারেই আলাদা। উল্লেখ্য, তাঁর নিজের ছবিও মুক্তি পেতে চলেছে আগামী ২১ এপ্রিল। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে সলমনের বিপরীতে থাকছেন পূজা হেগড়ে।

X