iPhone এর দিন শেষ, এবার বাজার কাঁপাতে মার্কেটে এল ১০৮ মেগা পিক্সেলের Samsung Galaxy Beam Pro

বাংলা হান্ট ডেস্ক: মোবাইলপ্ৰেমীদের পছন্দের তালিকায় Samsung-এর স্মার্টফোনগুলি সবসময় প্রথম সারিতেই থাকে। এমতাবস্থায়, যুগের সাথেই পাল্লা দিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে ওই সংস্থা। যা টেক্কা দিচ্ছে বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনগুলিকেও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা Samsung-এর ঠিক সেইরকমই এক অনবদ্য স্মার্টফোনের প্রসঙ্গ উপস্থাপিত করব আপনাদের কাছে। যেটির ফিচার্স সম্পর্কে জানলের রীতিমতো অবাক হয়ে যাবেন সকলে। এই স্মার্টফোনটির নাম হল Samsung Galaxy Beam Pro। এই মোবাইলটিতে গ্রাহকেরা পাবেন 108 MP-র একটি শক্তিশালী ক্যামেরা।

এছাড়াও, Samsung-এর এই ডিভাইসটিতে একটি 7.84-ইঞ্চির AMOLED ডিসপ্লে স্ক্রিন রয়েছে। যা 2040 x 3088 পিক্সেল রেজোলিউশনের সাথে উপলব্ধ থাকে। এর পাশাপাশি এটি 21:9-এর অ্যাস্পেক্ট রেশিও সহ 120Hz রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। Samsung Galaxy Beam Pro স্মার্টফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1-এর চিপসেট রয়েছে। যেটি Android 13-এর ভিত্তিতে কাজ করে।

এর পাশাপাশি এই স্মার্টফোন 10 GB/12 GB RAM এবং 256 GB/512 GB ইন্টারনাল স্টোরেজের দু’টি ভেরিয়েন্টের সাথে উপলব্ধ হয়। এদিকে, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8900 mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি ফোনটিতে রয়েছে। ক্যামেরার জন্য এই ডিভাইসে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ উপলব্ধ রয়েছে। যার মধ্যে রয়েছে 108MP + 64MP + 32MP ক্যামেরা। একই সাথে ফোনের সামনে একটি 48MP-এর সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, Samsung Galaxy Beam Pro-র দাম হল ২৮,০০০ টাকার কাছাকাছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই স্মার্টফোনটির পাশাপাশি আপনি বাজারে এই ধরণের আরও অনেক স্মার্টফোন পেয়ে যাবেন। যেগুলি বর্তমানে বিভিন্ন ই-কমার্স শপিং ওয়েবসাইটগুলিতে ডিসকাউন্ট অফার সহ লিস্টেড রয়েছে।

samsung galaxy beam 2022 image

Samsung Galaxy F23 5G স্মার্টফোন: Samsung-এর আরেকটি দুর্দান্ত স্মার্টফোন হল Samsung Galaxy F23 5G স্মার্টফোন। যার দাম দেওয়া হচ্ছে 15,999 টাকা। এই স্মার্টফোনে আপনি একটি 6.6-ইঞ্চির LCD ডিসপ্লের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট সহ কর্নিং গরিলা গ্লাস 5-এর সুরক্ষা পাবেন। যা 4 বছরের সেফটি আপডেট সহ উপলব্ধ থাকবে। এছাড়াও, আপনি এই ফোনের ক্ষেত্রে 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর