তিহাড় নয়, ওজন কমিয়ে ‘সিক্স প্যাক’ সমেত শান্তিনিকেতনে ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত! হইচই বীরভূমে

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গত বছর গ্রেফতার হওয়ার পর বর্তমানে তার ঠিকানা বাংলার সীমানা পেরিয়ে দিল্লির তিহাড়। ‘বীরভূমের বাঘ’ তিনি, এক নামে যাকে চেনে গোটা রাজ্যের মানুষ সেই কেষ্টই এখন খাঁচার ভিতরে। এই নিয়ে ঠাট্টা-তামাশার কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে তাকে নিয়ে নানান ধরনের মিম ছড়াতে দেখা গিয়েছে। আর এবার ওজন কমিয়ে ‘সিক্স প্যাক’ সমেত হাজির অনুব্রত মণ্ডল।

শান্তিনিকেতনের (Shantiniketan) বিভিন্ন জায়গায় ‘সিক্স প্যাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত। তবে কিভাবে? তিনি তো এখন দিল্লির জেলে বন্দি। তবে সশরীরে কিভবে হাজির হলেন তিনি? এখানে বলি, অনুব্রত নয়, তার ‘সিক্স প্যাক’ ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পেশায় টোটো (Toto) চালক এক ব্যক্তি। শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর যা নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে গোটা এলাকায়।

প্রসঙ্গত, যে টোটো চালক অনুব্রতর এমন ‘সিক্স প্যাক’ ওয়ালা ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার টোটো এলাকায় ‘ঠাকুরের টোটো’ নামে পরিচিত। ‘ঠাকুরের টোটো’ নামটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, ইনিই সেই ব্যক্তি যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির ছবি নিজের টোটোর পেছনে সাঁটিয়ে শহর জুড়ে ঘুরে বেড়ান। এই যেমন কিছুদিন আগেই ভগবান রূপে তার টোটোয় দেখা গিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও।

anubrata poster

জানা গিয়েছে, ওই টোটো চালকের নাম সুকেশ চক্রবর্তী। অনুব্রত মণ্ডলের ওপর ব্যক্তিগত রাগ থেকেই এমন সিক্স প্যাক ছবি তৈরি করে টোটোর পিছনে লাগিয়ে বোলপুর শান্তিনিকেতন ঘুরে বেড়াচ্ছেন। একথা তিনি নিজ মুখে স্বীকারও করে নিয়েছেন। সেই সিক্স প্যাক ছবি টোটোর পিছনে লাগানোর পাশাপাশি সুকেশ চক্রবর্তীর টোটোয় থাকা পোস্টারে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, ‘আপনি যখন ক্ষমতাই ছিলেন/বহুজনকে দিয়েছেন মিথ্যা করে গাঁজার কেস/পাপ কোনদিন বাপকে ছাড়েনা/তিহাড় জেলে বসে বুঝতে পারছেন বেশ”।

অনুব্রতর নিজের এলাকাতেই তার এমন ব্যঙ্গচিত্র নিয়ে ঘুরে বেড়ানোয় বেশ হইচই পরে গিয়েছে। তবে সকলের ভয় উপেক্ষা করে নিজের মত সেই ছবি টানিয়ে এলাকাময় ঘুরে বেড়াচ্ছেন সুখেশ চক্রবর্তী। তবে হঠাৎ কেন এমন ছবি সাঁটালেন তিনি? এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, ‘তাকে দু’বার জেল খাটানো হয়েছিল। ক্ষমতার অপব্যবহার করেই তাকে জেল খাটানো হয়েছিল।’ তাই রাগ থেকেই এই কাজ করেছেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর