বাংলা হান্ট ডেস্ক: ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) সম্পন্ন হবে আগামী ২০ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। এই দিনটিতে বৈশাখ মাসের অমাবস্যাও রয়েছে। এদিকে, ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে “অশুভ” বলে মনে করা হয়। তাই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় কিছু কাজ এড়িয়ে যেতে হয় এবং কিছু নিয়মও মেনে চলতে হয়। বিশেষ করে গ্রহণকালে গর্ভবতী মহিলাদের তাঁর এবং গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়।
সূর্যগ্রহণের সময় সূর্য থেকে বিপজ্জনক রশ্মি নির্গত হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সূর্যগ্রহণের সময় শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে বিপজ্জনক UV রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি নির্গত হয় যা গর্ভবতী মহিলা এবং তাঁর গর্ভস্থ সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই কারণে, গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বাইরে যেতেও নিষেধ করা হয়। অন্যদিকে, ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু-কেতু সূর্যদেবের উপর সঙ্কট সৃষ্টি করার কারণে সূর্যগ্রহণ হয়। আসুন, জেনে নিই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত:
১. গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত বাইরে বেরোনো উচিত নয়। যার ফলে তিনি সূর্যের মারাত্মক রশ্মির প্রভাব এড়িয়ে যেতে পারবেন। আর এই কারণেই বলা হয় সূর্যগ্রহণের ছায়া শিশু ও গর্ভবতী মহিলাদের ওপর পড়তে দেওয়াও উচিত নয়।
২. গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এতে তাঁদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।
৩. মূলত, গ্রহণকালে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই গ্রহণ ও সূতক সময়ে কিছু খাওয়াদাওয়াও নিষিদ্ধ থাকে। তবে গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্করা ভালোভাবে পরিষ্কার করে ফল খেতে পারেন।
৪. গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ধারালো জিনিস যেমন সূঁচ, কাঁচি, ছুরি ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। নাহলে গর্ভস্থ সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।
৫. গ্রহণের পর হয় স্নান করে অথবা হাত-মুখ ভালো করে ধুয়ে পোশাক পরিবর্তন করে নেওয়া উচিত।
(সতর্কীকরণ: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এটিকে নিশ্চিত করে না।)