মদ খাইয়ে মাতাল করে লিখিয়ে নেওয়া হত আশ্রমের জমি! বিভাসের নয়া কীর্তি ফাঁস

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা বৈশাখের সকালে কোমর বেঁধে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই (CBI)। গতকালই মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। এখনও চলছে তল্লাশি। অন্যদিকে, আজ দুপুরে গোপাল দলপতির বাড়িতেও পৌঁছে যায় সিবিআই এর এক টিম। অন্যদিকে এদিনই প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর (Bibhash Adhikari) কলকাতার ফ্ল্যাট সিল করে দিয়েছে সিবিআই।

শুধু কলকাতাই নয়, আজ সকালে বিভাসবাবুর নলহাটির বাড়ি, আশ্রমেও চলছে সিবিআই তল্লাশি। তবে আজ প্রথম নয়, বঙ্গের নিয়োগ দুর্নীতিতে এই বিভাসের নাম জড়িয়েছে কিছুমাস আগেই। তবে শুধুই কী নিয়োগ দুর্নীতি? একেবারেই না। বল প্রয়োগ করে জমি লিখিয়ে নেওয়া, আশ্রমের আড়ালে কুকীর্তি, নিজের দুই ছেলেকে দিয়ে কর্মরত সাংবাদিকদের মারধর এমন বহু বহু অভিযোগে জর্জরিত শাসকদলের এই প্রাক্তন ব্লক সভাপতি।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে বিভাসের নাম ওঠার পরই খোঁজ মেলে তার পাহাড়প্রমান সম্পত্তির। কলকাতা থেকে নিয়ে নলহাটি, বীরভূম কোথায় ছড়িয়ে নেই তার সম্পত্তি! স্থানীয় সূত্রে খবর, হরিপুরেও একটি আশ্রম তৈরি করছেন বিভাস। আর এদিন স্থানীয় এক বাসিন্দা সূত্রেই বিস্ফোরক অভিযোগ উঠে এল বিভাস অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ, লোকজনকে মদ খাইয়ে মাতাল করে হরিপুরের আশ্রমের জন্য জমি লিখিয়ে নিয়েছেন বিভাস।

bivash

বিভাসের হরিপুরের আশ্রমের খোঁজ নিতে গিয়েই তার বিরুদ্ধে উঠে এল গুচ্ছ অভিযোগ। হরিপুরের রাস্তা থেকেই দেখা যায় দুধ সাদা বিভাসের সেই পেল্লায় আশ্রম। নির্মাণের কাজ এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি। এই আশ্রম প্রসঙ্গে কথা উঠতেই স্থানীয় এক মহিলার অভিযোগ, ‘মদ খাইয়ে মাতাল করে সই করিয়ে নিয়েছে’। আরেকজন আবার বলেন, “৫ বিঘা জমির মধ্যে আড়াই তিন বিঘা বিক্রি করার কথা ছিল। ওরা ৫ বিঘাই নিয়ে নিয়েছে।”

এত অভিযোগের পরেই কোনো পদক্ষেপ নেই প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে? এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, বারবার থানায় অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা হয়নি। তার কথায়, “কিছুদিনের জন্য অ্যাকশন নিয়েছিল। পরে টাকা দিয়ে আবার কাজ শুরু করে দিল।” শুধু থানাই নয়, বিডিও, পঞ্চায়েত কারও কাছে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ।

শুধু তাই নয় চাকরিপ্রার্থীদেও আশ্রমের জমি কিনে দেওয়ার জন্য ছাপ দেওয়া হত বলে অভিযোগ। জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের বিভাস বলতেন আশ্রমের জন্য জমি কিনে দান করতে হবে। এই ইস্যুতেই বিজেপির অভিযোগ, চাকরিপ্রার্থীদের বিভাস বলতেন জমি কিনে দান করলে তবেই মিলবে পাকা চাকরি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর