প্রকাশ্যে এলো KKR তারকা রিঙ্কুর মানবিক রূপ! অভাবী ক্রিকেটারদের জন্য নিলেন এই বিশেষ উদ্যোগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছর ধরেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) সোনালী এবং বেগুনি রঙয়ের জার্সিতে অসাধারণ ফর্মে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। একাধিক স্মরণীয় ইনিংস খেলে তিনি নাইটদের সংসারে নিজেকে অপরিহার্য প্রমাণ করে ফেলেছেন। বিশেষ করে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যেভাবে তিনি শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তা আইপিএলের (IPL) ইতিহাসে সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে গণ্য করা হচ্ছে।

মাঠের মধ্যে যতটা দাপট দেখান রিঙ্কু মাঠের বাইরে তিনি ততটাই মানবিক। মাঠের বাইরে তার নানান রকম উদ্যোগ ও শিরোনামে জায়গা করে নেওয়ার মতো এবং এই প্রতিবেদন সেই সংক্রান্ত বিষয়েই। নিচে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তাই দারিদ্রতার জ্বালা ভালো করেই বোঝেন কেকেআর তারকা। তাই দরিদ্র ক্রিকেটারদের সাহায্যার্থে তিনি নিলেন একটি বড় উদ্যোগ।

rinku ipl

জানা গিয়েছে আইপিএল থেকে পাওয়া তার টাকায় দরিদ্র ক্রিকেটারদের জন্য একটি বিশেষ হোস্টেল তৈরি করতে চলেছেন রিঙ্কু সিং। পুরোদমে সেই কাজ চলছে এবং আগামী মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। নামমাত্র খরচে সেই হোস্টেলে থেকে অনুশীলন করতে যেতে পারবেন অভাবী ক্রিকেটাররা। কি বলতে পারে, হয়তো একদিন সেই হোস্টেল থেকেই রিঙ্কুর মতোই কোনও প্রতিভাবান ক্রিকেটার উপহার পাবে ভারতীয় দল।

আলিগড়ে নিজের ছোটবেলার কোচ মাসুদুজ জাফর আমিনি সরকারের ১৫ একর জমির ওপর একটি ক্রিকেট অ্যাকাডেমী চালান। সেই জমির ওপরেই গড়ে উঠতে চলেছে এই বিশেষ হোস্টেল। ছাত্রের এই উদ্যোগের ব্যাপারে অত্যন্ত খুশি আমিনি স্যার। তিনি বলেছেন, “অভাবী ক্রিকেটারদের জন্যে বরাবরই একটা হোস্টেল তৈরি করার স্বপ্ন ছিল রিঙ্কুর। আর্থিক অভাব থাকায় সেটা শুধুমাত্র সম্ভব হচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ও এই অবস্থায় পৌঁছেছে তখন থেকেই ওই কাজে হাত দিয়েছে।”

রিঙ্কুর দুই ভাইয়ের একজন কোচিং সেন্টারে কাজ করেন। অপরজন অটোচালক। বাবা এলপিজি সিলিন্ডার ঘরে ঘরে ডেলিভারি করার কাজ করতেন। রিঙ্কুকে এক সময় এই অভাবের সংসারে ঝাড়ুদারের কাজ করেও নিজের ক্রিকেটের খরচ চালাতে হয়েছিল। আজ সেই কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর