২ বছর আগে আজকের দিনেই হেরেছে BJP! পদ্ম শিবিরের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে টুইট মমতার

বাংলা হান্ট ডেস্ক : ২০২১ সালের নির্বাচনে নজিরবিহীন সাফল্য পায় তৃণমূল (TMC)। গত বিধানসভা নির্বাচনে অনেক কাঠখড় পুড়িয়েছিল বিজেপি (BJP)। দলে দলে কেন্দ্রীয় মন্ত্রীরা বঙ্গে সভা করে গেছেন। অমিত শাহ (Amit Shah), নরেন্দ্র মোদিও (Narendra Modi) একাধিক জনসভা করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ২ মে সকাল সাড়ে ন’টা থেকেই সবুজ আবির ভাসতে শুরু করে বাংলার আকাশে বাতাসে। পরিষ্কার হয়ে গিয়েছিল আরও বেশি আসন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে মমতা সরকার। সেই বিরাট সাফল্যের দু’বছর পূর্তিতে রাজ্যের মানুষকে (People of West Bengal) অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কী লিখলেন মমতা? এদিন রাজ্যবাসীর উদ্দেশে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।’ এদিন মমতা আরও লেখেন, ‘প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে।’

পাল্টা জবাব শমীক ভট্টাচার্যর : মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পাল্টা জবাব দেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও নিশ্চয়ই স্মরণে আছে যে, তাঁর নন্দীগ্রামে হারেরও আজ দ্বিতীয় বর্ষপূর্তি।’ ২০১৬ সালে বাংলায় বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে লড়ে ক্ষমতা দখল করে তৃণমূল। কিন্তু একুশের জয় অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন রাজনৈতিক মহলের অনেকে। কারণ, গোটা কেন্দ্রীয় সরকার সমস্ত শক্তি নিয়ে লড়াই করেছিল বাংলা দখল করতে।

লোকসভার লড়াই আরও কঠিন : বিজেপিকে প্রতিরোধ করা অনেক বেশি চ্যালেঞ্জের ছিল তৃণমূলের জন্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরপরই চব্বিশের লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বাংলায় এসে বিজেপিকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার লোকসভা ভোটের লড়াই আরও হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

শুভেন্দুর টুইট : এদিকে, তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লেখেন, ‘‌২০২১ সালের ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট পরবর্তী ভয়াবহ হিংসা এবং সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। এখন আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল।’


Sudipto

সম্পর্কিত খবর