বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দা থেকে সরে গিয়েও যে জনপ্রিয়তা ধরে রাখা যায় সেটা প্রমাণ করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। বহু বছর আগে সিনেমায় মুখ দেখিয়েছেন তিনি। তারপর থেকে পাকাপাকিভাবে ছোটপর্দাতেই দেখা যায় তাঁকে। ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন তিনি। বড়পর্দা থেকে এক রকম পাকাপাকি ভাবেই ছোটপর্দায় চলে এসেছেন রচনা।
দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে একা ছেলেকে বড় করছেন অভিনেত্রী। স্বামী থাকলেও তাঁর সঙ্গে থাকেন না তিনি। রচনা একবার বলেছিলেন, ছেলের মুখ চেয়েই স্বামী প্রবাল বসুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেননি তিনি। তবে প্রবাল বসু কিন্তু রচনার জীবনের প্রথম নায়ক নন। তাঁর আগেও একজনের প্রেমে পড়েছিলেন তিনি।
তিনি ওড়িশি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। রচনা যে একসময় ওড়িশি ছবির জনপ্রিয় নাম ছিলেন তা অনেকেই জানেন। সিদ্ধান্তের সঙ্গে তাঁর জুটি অনস্ক্রিনে দারুন হিট ছিল। সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অফস্ক্রিনেও তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা চোখে পড়তে থাকে মানুষের।
এমনকি তাঁদের প্রেমের গুঞ্জন এতটাই বেড়ে গিয়েছিল যে শোনা গিয়েছিল রচনা সিদ্ধান্ত নাকি গোপনে বিয়েও করেছেন। যদিও সেই গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি দুজনের কেউই। পরবর্তীকালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। তবুও প্রণীল ওরফে রৌণকের মুখ চেয়েই বিচ্ছেদ নেননি তাঁরা।
প্রসঙ্গত, এর আগে রচনা নিজেই জানিয়েছিলেন, তিনি বিবাহ বিচ্ছিন্না নন। তিনি এখনো বিবাহিত। তবে ‘হ্যাপিলি ম্যারেড’ নন। রচনা জানান, ছেলের জন্য বিয়ে ভাঙেননি তিনি। কারণ তিনি চান না প্রণীলকে ট্যাগ দেওয়া হোক যে সে ‘ডিভোর্সি’ মায়ের সন্তান। স্বামীর সঙ্গে যৌথ সিদ্ধান্ত নিয়েই বিচ্ছেদের পথে এগোননি তিনি।