আরবানার কোটি টাকার ফ্ল্যাটকেও হার মানাবে, হালিশহরের অট্টালিকা ঘুরে দেখালেন রাজ

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগৎ নিয়ে যারা একটু চর্চা করতে ভালবাসেন তারা সকলেই জানেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কলকাতার আস্তানা কোথায়। বাইপাসের ধারে পরপর কয়েকটি বহুতল টাওয়ার নিয়ে তৈরি আরবানা কমপ্লেক্সে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে রাজ শুভশ্রীর। জুটির সোশ্যাল মিডিয়ার দৌলতে সে ফ্ল্যাটের অন্দরমহলের ঝলক বহুবার দেখেছেন নেটিজেনরা।

তবে শুধু এই একটাই ফ্ল্যাট নয়, হালিশহরে নিজস্ব একটি বাড়িও আছে পরিচালক বিধায়ক রাজের। সে বাড়ি আকার, আয়তন, জৌলুসে টেক্কা দেবে আরবানার বহুমূল্য ফ্ল্যাটকেও। অনেকেই জানে হালিশহরের ছেলে রাজু ওরফে রাজ। জন্ম থেকে যৌবন পর্যন্ত সেখানেই কাটিয়েছেন তিনি। তারপর কেরিয়ার গড়তে আসেন কলকাতায়। প্রতিষ্ঠিত হয়ে ফ্ল্যাট কেনেন আরবানায়।

raj

অন্যদিকে হালিশহরে এখন না থাকলেও ওই বাড়িটাকেও ঢেলে সাজিয়েছেন রাজ। কাজের মাঝে ছুটিছাটা পেলে বা একটু সময় করে নিতে পারলেই সপরিবারে এই হালিশহরের বাড়িতে হাজির হন তিনি। অনেকটা জায়গা জুড়ে রয়েছে রাজের এই বাড়ি। বেশ অনেকটা ছড়িয়ে দোতলা বাড়ি করেছেন বিধায়ক। মডার্ন আর্কিটেক্টের হলেও বেশ ছিমছামই রেখেছেন তিনি বাড়ির বাইরেটা।

বাড়ির আশেপাশেও বিরাট জায়গা জুড়ে রয়েছে সাজানো বাগান। সেখানে হরেক রকমের ফুল গাছ থেকে শুরু করে রয়েছে ফলের গাছও। বাগান রক্ষণাবেক্ষণের জন্য কর্মী রেখেছেন রাজ। বাগানের মাঝে রয়েছে একটি বড়সড় পুকুরও। পরিস্কার টলটলে জলের পুকুরে নামার জন্য রয়েছে বাঁধানো ঘাটও।

raj house

একমাত্র ছেলে ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠানও হয়েছিল হালিশহরের বাড়িতেই। বিরাট আয়োজন হয়েছিল ‘রাজশ্রী’ পুত্রের মুখেভাতে। সুন্দর করে সাজানো হয়েছিল গোটা বাড়ি। তারপরেও ইউভানকে নিয়ে একাধিকবার এই বাড়িতে এসে সময় কাটিয়ে গিয়েছেন রাজ শুভশ্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর