নিরাপত্তা চেয়ে এবার আদালতে ছুটলেন বাইরন বিশ্বাস! কে লাগাতার হুমকি দিচ্ছে কং বিধায়ককে?

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সদ্যই বিধায়ক পদ জয় করেছেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক (Congress MLA) বাইরন বিশ্বাস (Bayron Biswas)। তবে তার পর থেকেই নাকি লাগাতার হুমকি পাচ্ছেন নেতা। কোনো রাস্তা না পেয়ে এবার নিরাপত্তা চেয়ে সটান কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিধায়ক বিশ্বাস। অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই নাকি তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

বিধায়ক জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাই এবার আদালতে ছুটলেন তিনি। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা টি গিয়েছে। আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, কিছুদিন আগের ঘটনা। পঞ্চায়েতের আগে সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের এত বড় হার বাংলার রাজনীতিতে কার্যত গবেষণার বিষয় হয়ে উঠেছে। শাসকদলের প্রার্থীকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস ২৩ হাজার ভোটে হারিয়ে জয়লাভ করেন।

bayron biswas

এরপর থেকেই রাজনৈতিক মহলের একাংশের মত, মমতা ও তৃণমূল কংগ্রেসের ওপর থেকে কার্যত মুখ ঘুরিয়ে নিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। তৃণমূল অবশ্য এই দাবি মানতে একেবারেই নারাজ। কারণ সম্প্রতি মালদহের ইংরেজবাজারের সভা থেকে সাগরদিঘির ভোটে টাকা ব্যবহারেরও ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টাকা দিয়ে লোক কেনা! সাগরদিঘির কেস আমি জানি। টাকাটা কে দিয়েছে, কী করে দিয়েছে, কোথা থেকে দিয়েছে!”

অন্যদিকে, দুদিন আগেই এলাকায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে বায়রনকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেব্যাপারে সম্মতিও পোষণ করেছিলেন বিধায়ক। তবে এরই মধ্যে এবার লাগাতার হুমকি ফোন আসছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কং বিধায়ক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর