বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যত দিন এগোচ্ছে ততই যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছে চলতি মরশুমের আইপিএল (IPL 2023)। ইতিমধ্যেই বেশ কিছু হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ উপহার পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ব্যাটাররা তো চিরাচরিত ভাবে টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়ম মেনে একাধিক ম্যাচে জেতাচ্ছেন ঠিকই, সেই সঙ্গে দলের প্রয়োজনে বোলাররাও চলতি আইপিএলে একাধিক প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন।
এই আইপিএলে নতুন বল হাতে বেশকিছু পেসার প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন। পাওয়ার প্লে, যেখানে ব্যাটাররা অপেক্ষা করে থাকেন ফিল্ডিংয়ের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে বোলারদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার সেখানে তারা উইকেট নিয়ে বিপক্ষকে চাপে ফেলেছেন। আজ সেই তিনজন প্রেসার কে নিয়ে এই প্রতিবেদন যারা পাওয়ার প্লে-তে সর্বাধিক উইকেট নিয়েছেন এই আইপিএলে এখনো পর্যন্ত।
● মহম্মদ সিরাজ: চলতি আইপিএলে তিনি নতুন বল হাতে অসাধারণ। আরসিবির দুর্বল বোলিংকে অনেকটা তার ওপরই ভরসা করে এগোতে হচ্ছে। চলতে আইপিএলে তিনি নতুন বল হাতে আটটি উইকেট নিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত।
● ট্রেন্ট বোল্ট: তিনি অসাধারণ পারফরম্যান্স করছেন চলতি আইপিএলে। কিন্তু সঞ্জু স্যামসন তাকে পিচ অনুযায়ী ব্যবহার করছেন। তাই সব ম্যাচে অংশগ্রহণ করতে না পারায় তিনি পার্পল ক্যাপের দৌড়ে নেই। কিন্তু নতুন বল হাতে তিনি মোট নয়টি উইকেট নিয়ে ফেলেছেন।
● মহম্মদ শামি: চলতি আইপিএলে পার্পেল ক্যাপের অন্যতম বড় দাবিদার এই গুজরাট টাইটান্স পেসার। নতুন বল হাতে নিয়ে তিনি প্রতিপক্ষের শিবিরে নিয়মিতভাবে আতঙ্ক তৈরি করছেন। ১১ রাউন্ডের শেষে আইপিএলের প্রথম ছয় ওভারের হিসাবে তার ঝুলিতে রয়েছে ১২ টি উইকেট।