বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গতকাল শনিবার মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (CBI raid in wbbse Office)। আর রবিবার দুপুরেই দেখা গেল সল্টলেকে পর্ষদের অফিস অর্থাৎ নিবেদিতা ভবনে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, গতকাল জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই এই অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই। এই দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছে তারা। এখনও পর্যন্ত এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেককে গ্রেফতার করেছে সিবিআই।
শনিবারই নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল পর্ষদের এক আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, পার্থপ্রতিমের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার পর্ষদ ভবনে যায় সিবিআই।
জানা যাচ্ছে, পর্ষদ অফিস থেকে বেশকিছু নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এমনকী কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেন। এর আগেও পর্ষদ অফিসে হানা দিয়েছিল সিবিআই। এখন দেখার এদিন পর্ষদ অফিস থেকে পাওয়া তথ্য তদন্তে কতটা সাহায্য করে।
মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে মূলত জেরা করছেন সিবিআই আধিকারিকরা। তা ছাড়া কিছু দিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সংশ্লিষ্ট মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের সল্টলেকের অফিসে সিবিআইয়ের একটি দল পৌঁছে যায়। নিবেদিতা ভবনের তিন এবং চার তলায় তল্লাশি চালান তাঁরা।