বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পাশাপাশি, এই সেমি-হাইস্পিড ট্রেনটি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রী মহলে। এদিকে বর্তমানে আমাদের রাজ্যে রীতিমতো বন্দে ভারতের (Vande Bharat Express) ছড়াছড়ি। মাত্র কয়েক মাসের ব্যবধানেই একের পর এক বন্দে ভারতের আগমন ঘটছে বাংলায়।
চলতি বছরের একদম প্রথমেই সফর শুরু হয় রাজ্যের প্রথম বন্দে ভারতের। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করছে ওই ট্রেনটি। এদিকে, গত কালকেই হাওড়া-পুরী রুটে সফর শুরু করেছে রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত। তবে, দ্বিতীয় বন্দে ভারতের চলাচলের আগে থেকেই রাজ্যে তৃতীয় বন্দে ভারতের বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এমনকি, সামনে এসেছিল সেই ট্রেনের রুটের প্রসঙ্গটিও।
এমতাবস্থায়, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার রাজ্যে আগমন ঘটল তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। নিউ জলপাইগুড়ি স্টেশনেই দেখা মিলল ওই ট্রেনের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নয়া বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ এবং পড়শি রাজ্য আসামের মধ্যে চলাচল করবে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে’কে উদ্ধৃত করে অসমের একটি সংবাদমাধ্যম কয়েকদিন আগেই জানিয়েছিল যে, গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করবে রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি আরও জানা গিয়েছিল যে, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলাচল করবে।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই ওই রুটের যাত্রাপথে একাধিক স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোন কোন স্টেশনে গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে তা নির্ধারণ করা হয়নি বলে জানা গিয়েছে।